করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল ৫৮ টি‌ ট্রেন

বালাশ্বরের ভয়াবহ দুর্ঘটনার পর ৩৬ ঘণ্টা পার। তারপরেও দক্ষিণ-পূর্ব শাখার খড়গপুর-ভদ্রক রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। শনিবারের পর রবিবারও বাতিল বহু ট্রেন। ঘুরপথে চলছে বেশকিছু ট্রেন। যাত্রী দুর্ভোগ চরমে। বিশেষ করে সমস্যা পড়েছেন পুরীর যাত্রীরা।

কারণ, হাওড়া, শালিমার থেকে পুরীগামী সমস্ত ট্রেন বাতিল হয়েছে। পুরী থেকে ফেরার ট্রেনও বাতিল হয়েছে। ফলে বহু পর্যটক পুরীতে আটকে পড়েছেন।

   

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, বাতিল হয়েছেন ৫৮টি ট্রেন। এর মধ্যে রয়েছে পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-নন্দনকানন এক্সপ্রেস, পুরী-হাওড়া এক্সপ্রেস, পুরী-জলেশ্বর মেমু, পুরী-বাংরিপোসি ইন্টারসিটি এসএফ এক্সপ্রেস, দিঘা-পুরী ও শালিমার-পুরী এক্সপ্রেস বাতিল হয়েছে।

এছাড়াও চলবে না হাওড়া–সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস, শালিম-হায়দরাবাদ এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝড় এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেসও।

ঘুরপথে চলবে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস, আগরতলা-বেঙ্গালুরু এক্সপ্রেসের মতো ৮১টি ট্রেন। এছাড়াও স্বল্পদূরত্বে চালানো হবে আরও ১০টি ট্রেন। যাত্রীদের সুবিধার কথা ভেবে হাওড়া-বালাসোর (আপ ও ডাউন) একজোড়া বিশেষ ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল।

লাইন মেরামত, স্লিপার ঠিক করা, ছিঁড়ে যাওয়া ওভারহেড, সিগন‌্যাল সব মেরামতি করার পর ট্রেন চলাচলের সবুজ সংকেত দেবে রেল।

সব ঠিক হতে আরও দেড় দিন সময় লাগবে বলে ইঙ্গিত দিয়েছে ওই রেলের অপারেশন বিভাগের আধিকারিকরা। যদিও রেলমন্ত্রী অশ্বিনীকুমার জানিয়েছেন, এই রেল ট্র্যাক ঠিক হতে অন্তত বুধবার পর্যন্ত সময় লাগবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন