মোদীর সভায় গেলে পরীক্ষায় অতিরিক্ত ৫০ নম্বর? ভাইরাল নোটিশে তোলপাড় দেশ!

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভায় সামিল হলে ছাত্রছাত্রীদের ইন্টারনাল পরীক্ষায় অতিরিক্ত ৫০ নম্বর করে দেওয়া হবে। সম্প্রতি দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের (Dev Bhumi Uttarakhand University) নামে জারি হওয়া একটি নোটিশকে কেন্দ্র করে উত্তাল রাজত্য রাজনীতি। নোটিশে বলা হয়, “বি.টেক সিএসই এবং স্পেশালাইজেশন (দ্বিতীয় বর্ষ) এবং বিসিএ (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থীদের জানানো হচ্ছে যে, তাদের অবশ্যই ৯ নভেম্বর, ২০২৫, রবিবার এফআরআই-তে আসন্ন অনুষ্ঠানে যোগ দিতে হবে, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটি মতবিনিময় অনুষ্ঠিত হবে।”

Advertisements

সেইসঙ্গে বলা হয়, “এই অনুষ্ঠানে অংশগ্রহণকে ভারতীয় জ্ঞান পরম্পরা (ভারতীয় জ্ঞান ব্যবস্থা) কোর্সের অধীনে বিবেচনা করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে ইন্তারনাল পরীক্ষায় অতিরিক্ত ৫০ নম্বর দেওয়া হবে। অতএব, ভারতীয় জ্ঞান ব্যবস্থা কোর্স সম্পন্ন সকল প্রোগ্রামের জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্যতামূলক।”

   

নোটিশটি ভাইরাল হতেই বিরোধীদের তীব্র নিন্দা শুরু হয়েছে। রবিবার এক্সে নোটিশটির ছবি পোস্ট করে তুলোধোনা করেছেন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এক্সে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি লেখেন, “দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৫০ নম্বর করে দেওয়া হবে যদি তারা মোদিজীর সভায় সামিল হন। মোদির হয়ে চেঁচালে কত?”

http://x.com/Sujan_Speak/status/1987455295250124854

তিনি আরও লেখেন, “যে কোন অসভ্যতারও একটা সীমা থাকে। এতো সীমাহীন। শিক্ষা, নীতি, মূল্যবোধ, নৈতিকতা….সবেরই জলাঞ্জলি। নয়া ফ্যাসিবাদী প্রতিটি লক্ষ্মণই স্পষ্ট।”

সুজনের পাশাপাশি উত্তরাখন্ডের কংগ্রেস-মুখপাত্র গরিমা মেহরা দাসাউনি অভিযোগ করেছেন যে বিজেপি “কর্মী ও নেতার অভাব” অনুভব করছে। সেইসঙ্গে নোটিশটি পোস্ট করে নিন্দা জানিয়েছেন আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণ। এক্সে তিনি লেখেন, “মোদীর সমাবেশে যোগদানের জন্য দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় ৫০ নম্বর দেবে! আর মোদী মোদী বলে চিৎকার করার জন্য কত নম্বর?”

Advertisements

নোটিশটি কি আদৌ সত্য?

এই চাঞ্চল্যকর ভাইরাল নোটিশ নিয়ে বিরোধীদের তীব্র নিন্দা ও শিক্ষার্থীদের জল্পনার মাঝে প্রেস ইনফরমেশান ব্যুরোর ফ্যাক্ট চেক (PIB Fact Check) নোটিশটিকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে উল্লেখ করেছে। PIB-র ফ্যাক্ট চেক ডিভিশনের তরফে এক্সে পোস্ট করা হয়, “দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় (Dev Bhumi Uttarakhand University) কর্তৃক জারি করা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী @narendramodi-এর অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং এর জন্য ইন্টারনাল পরীক্ষার নম্বর দেওয়া হবে। এই চিঠিটি #ভুয়ো। বিশ্ববিদ্যালয় কর্তৃক এমন কোনও আদেশ জারি করা হয়নি”।

https://x.com/PIBFactCheck/status/1987182754203902264

সেইসঙ্গে, বিশ্ববিদ্যালয়টিও একটি স্পষ্টীকরণ জারি করে বলেছে যে নোটিশটি “মিথ্যা” এবং “তাদের দ্বারা জারি বা অনুমোদিত নয়”। বিশ্ববিদ্যালয়ের তরফে ফেসবুকে লেখা হয়, “৯ নভেম্বর ২০২৫ তারিখে আসন্ন FRI পরিদর্শনের জন্য DBUU-এর নামে একটি ভুয়া নোটিশ প্রচার করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে নোটিশটি সম্পূর্ণ মিথ্যা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি বা অনুমোদিত নয়। এতে কোনও সরকারী স্বাক্ষর, রেফারেন্স নম্বর বা অনুমোদন নেই। সঠিক তথ্যের জন্য দয়া করে শুধুমাত্র সরকারী DBUU যোগাযোগ চ্যানেলের উপর নির্ভর করুন”।