Uttarpradesh: একই পরিবারের ৫ জনের রহস্য মৃত্যু ঘিরে ধোঁয়াশা

এক রোমহর্ষক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। জানা গিয়েছে, একই পরিবারের পাঁচ জনকে খুন করার অভিযোগ উঠেছে। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবাবগঞ্জ এলাকায়। ৫ জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

জানা গিয়েছে, মৃতের মধ্যে স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন মেয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রাহুল তিওয়ারি (৪২) তার স্ত্রী প্রীতি (৩৮) ও তিন সন্তান মাহি, পিহু ও পোহুকে নিয়ে খাগালপুরের একটি ভাড়া বাড়িতে থাকতেন।

   

স্থানীয়রা জানিয়েছেন, পরিবারটি মুলরুরের কৌশাম্বি জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে পুলিশ মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও হত্যাকাণ্ডের আসল কারণ এখনও অবধি জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন