শাসক দলে বিরাট ধাক্কা, BJP-তে যোগ দিলেন মমতা সহ ৫

বিধানসভা ভোটের মুখে দিল্লিতে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি। যদিও শক্তি বৃদ্ধি হল বিজেপি (BJP)-র। হ্যাঁ ঠিকই শুনেছেন। দেশজুড়ে বিধানসভা ভোটের আবহে বিজেপিতে যোগ…

বিধানসভা ভোটের মুখে দিল্লিতে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি। যদিও শক্তি বৃদ্ধি হল বিজেপি (BJP)-র। হ্যাঁ ঠিকই শুনেছেন। দেশজুড়ে বিধানসভা ভোটের আবহে বিজেপিতে যোগ দিলেন এক ঝাঁক আপ নেতা-নেত্রী।

জানা গিয়েছে, আজ রবিবার বিজেপিতে যোগ দিলেন ৫ আপ কাউন্সিলর। এদিন যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন রামচন্দ্র, পবন সেহরাওয়াত, মঞ্জু নির্মল সুগন্ধা বিধুরী ও মমতা পবন। দিল্লির বিজেপি নেতাদের উপস্থিতিতে এই পাঁচ কাউন্সিলর বিজেপিতে যোগ দেন।  

   

৫ কাউন্সিলরের আচমকা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খবরকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আম আদমি পার্টির কাছে। দিল্লি বিজেপিও আপ কাউন্সিলরদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে একটি পোস্ট করেছে। এদিকে পাঁচ কাউন্সিলর দল ছাড়ার পর আম আদমি পার্টির নেতা তথা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেন, দেশে ভয়ের পরিবেশ রয়েছে, যার যাওয়ার সে যাবেই। 

এএপি ছেড়েছেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামচন্দ্র, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবন সেহরাওয়াত, ১৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু নির্মল, ১৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা পবন এবং ১৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুগন্ধা বিধুরি গেরুয়া শিবিরে যোগদান করেছেন।  

এই সময় বীরেন্দ্র সচদেবা বলেন, ‘যে সমস্ত নেতা আজ বিজেপিতে যোগ দিয়েছেন তারা দলকে শক্তিশালী করেছেন এবং আমরা একসাথে দিল্লির উন্নয়নকে ত্বরান্বিত করব।’ তিনি বলেন, ‘এই কাউন্সিলরদের অন্তর্ভুক্ত করার ফলে বিজেপি দুটি জোনে জয়লাভ করবে।’ 

Advertisements

 

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News