লোকসভা ভোটের আবহে রাজ্যে নতুন করে কাড়ি কাড়ি টাকা উদ্ধার হল। আর ফের একবার শিরোনামে উঠে এল ঝাড়খণ্ড রাজ্যের নাম। গতকাল বুধবার ঝাড়খণ্ডের রামগড়ে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম গাড়ি তল্লাশি করার সময়ে একটি গাড়ি থেকে ৪৫ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করে।
বাজেয়াপ্ত করা অর্থ সেলস ট্যাক্স দলের কাছে হস্তান্তর করা হয়েছে।ইতিমধ্যে আধিকারিকরা বিষয়টি আয়কর বিভাগকে অবহিত করেছে এবং আয়কর বিভাগ তদন্তের পরে এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম। বুধবার টোল প্লাজার কাছে ৩৩ নম্বর জাতীয় সড়কের উপর রামগড় জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত একটি চেকপোস্টে মোতায়েন পুলিশ কর্মীরা একটি গাড়ি থেকে নগদ ৪৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে।
During a vehicle check by the Static Surveillance Team (SST) team in Ramgarh, Jharkhand, yesterday, Rs 45 lakh 90 thousand were recovered from the car.
The seized amount has been handed over to the Sales Tax team. The Sales Tax Department team has informed the Income Tax… pic.twitter.com/xjxr5obLos
— ANI (@ANI) May 9, 2024