মুম্বই: ১১ দিন পুজো-অর্চনার পর মহাসমারোহে গণপতি বাপ্পাকে বিদায় জানিয়েছেন দেশবাসী। তবে শনিবার গণেশ পুজোর (Ganesh Puja) বিসর্জনে ৪ জনের মৃত্যু সহ ১৩ জন নিখোঁজ হওয়ার সাক্ষী থাকল মহারাষ্ট্র। রবিবার পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, জলে ডুবে প্রায় ৪ জন মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৩। বিসর্জনের (Immersion) সময় ওয়াকি কুর্দ এলাকার ভামা নদীতে তলিয়ে গেছেন দুইজন।
শেল পিম্পলগাঁও নদীতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে, পুনের বিরওয়াডিতে পা পিছলে কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ সূত্রে খবর, নন্দেদ জেলায় গাডেগাঁও নদীতে ভেসে যান তিনজন। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একই ঘটনা ঘটেছে নাসিক, জলগাঁও, থানে এবং অমরাবতীতে।
নাসিকে বিসর্জন (Immersion) করতে গিয়ে তলিয়ে যান ৪ জন। তাঁদের মধ্যে থেকে একজনের সিন্নার অঞ্চলে দেহ উদ্ধার হয়েছে। জলগাঁও-য়ে তিনজন জলের তোড়ে ভেসে গিয়েছেন, খোঁজ চলছে। থানে তে ভেসে যান চারজন। তাঁদের মধ্যে থেকে একজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, অমরাবতীতে বিসর্জনের সময় ভয় পেয়ে জলের তোড়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি বলে জানিয়েছে পুলিশ।
বলা বাহুল্য, লাগাতার বৃষ্টিতে মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় নদী, পুকুর, বিভিন্ন জলাশয়ের জলস্তর অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় বিসর্জনের দিন ঝুঁকি বেড়ে যায়। জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়, বলে জানিয়েছে পুলিশ।