Road Accident: গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় অনেকের মৃত্যু, আহত ৩৩ জনেরও বেশি

শুক্রবার সকালে দেশে বড় রকমের এক দুর্ঘটনা (Road Accident) ঘটে গেল। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। এছাড়া আহত হলেন কমপক্ষে ৩৩ জন।…

শুক্রবার সকালে দেশে বড় রকমের এক দুর্ঘটনা (Road Accident) ঘটে গেল। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। এছাড়া আহত হলেন কমপক্ষে ৩৩ জন। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের পিলিভিটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আসাম হাইওয়েতে ডিসিএম ট্রাকের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন শ্রমিক নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। তাঁরা সকলেই মোরাদাবাদ যাচ্ছিলেন কাজ করতে।

শুক্রবার ভোরে পিলিভিটে ডিসিএম থেকে মোরাদাবাদ থেকে লখিমপুর খেরিগামী শ্রমিকরা সড়ক দুর্ঘটনার শিকার হন। ডিসিএম ড্রাইভার আসাম হাইওয়েতে বিজনৌর গ্রামের কাছে আসতেই চালক ঘুমিয়ে পড়ে বলে অভিযোগ। এ কারণে ডিসিএম নিয়ন্ত্রণহীন হয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন ৩৩ জনেরও বেশি।

   

এদিকে পুলিশ খবর পেয়ে আহতদের ডিসিএম থেকে বের করে জেলা হাসপাতালে পাঠায়। ডিসিএম-এ খারাপভাবে আটকা পড়া চালককে প্রায় পৌনে এক ঘণ্টা পর বের করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে ছিল যানবাহনের লাইন। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়েছে যাতে করে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। জানা গিয়েছে, ডিসিএমে প্রায় ৫০ জন ছিলেন। তাঁরা সকলেই মোরাদাবাদ থেকে লখিমপুর খেরি যাচ্ছিলেন। তারা ইটভাটায় কাজ করতেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।