Home Bharat Earthquake: সাত সকালে অসমে ভূমিকম্প

Earthquake: সাত সকালে অসমে ভূমিকম্প

Illustration of an Earthquake
earthquakes in Japan and China

সকাল হতেই কাঁপল অসম। এ রাজ্যে ভূমিকম্প (Earthquake) ধরা পড়েছে দরং জেলা। ভূস্তরের কুড়ি কিলোমিটার নিচে হয়েছে কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার সকালে আসামের দরং জেলায় ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সকাল ৭.৫৪ মিনিটে এই ভূমিকম্প হয়। কম্পন মাত্রা ৫ বা তার বেশি হলে সেটি তীব্র বলে চিহ্নিত হয়। 

Advertisements

সোমবারও অসমের বিস্তির্ণ অংশে ভূমিকম্প ধরা পড়েছিল। মঙ্গলবারও কাঁপল অসম। পরপর দুদিন ভূমিকম্প হয়েছে এ রাজ্যে।

   

সোমবার অসমের কার্বি আংলং জেলায় রিখটার স্কেলে ৩.৬ মাত্রার ভূমিকম্প ধরা পড়ে।  সেই ভূমিকম্পটি অসমের কার্বিআংলং, ডিমা হাসাও, হোজাই, কাছাড়, করিমগঞ্জ, নগাঁও, মরিগাঁও, শিলচর সহ বেশ কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছিল। সোমবারের কম্পন অনুভূত হয়েছিল নাগাল্যান্ডের ডিমাপুর, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলংয়েও। আর মঙ্গলবার অসমের দরং জেলায় কম্পন ধরা পড়েছে।

Advertisements