মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

28 ministers in Modi 3.0 Cabinet face criminal cases Sukanta Majumdar Shantanu Thakur is also among them, মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

কেন্দ্রীয় মন্ত্রীদের শপথগ্রহণ হয়েছে রবিবার। তারপরই সামনে এসেছে ভয়ানক তথ্য। রেকর্ড অনুযায়ী তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের ৭১ জন মন্ত্রীর মধ্যে ২৮ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। এঁদের মধ্যে আবার ১৯ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং বিদ্বেষমূলক বক্তব্যের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ভোটাধিকার সংক্রান্ত সংস্থা ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এই রিপোর্ট প্রকাশ করেছে৷

সবচেয়ে গুরুতর অভিযোগ রয়েছে, দু’জনের বিরুদ্ধে। এই দু’জন ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারার অধীনে হত্যার চেষ্টা সম্পর্কিত মামলার সম্মুখীন। এঁরা উভয়ই বাংলা থেকে নির্বাচিত। প্রথমজন হলেন, জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। দ্বিতীয়জন, শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

   

আত্মীয়কে আগেই প্রার্থী করেছিলেন, এবার কলেজের বান্ধবীকে ভোটের টিকিট দিলেন মমতা!

এডিআর রিপোর্টে প্রকাশ, তৃতীয় মোদী মন্ত্রিসভার পাঁচজন মন্ত্রীর বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। এই পাঁচজন হলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দী সঞ্জয় কুমার, ঠাকুর, মজুমদার, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এবং পর্যটনের মন্ত্রী সুরেশ গোপী এবং আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম।

বিরাট উপহার মমতার! এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা

আট মন্ত্রীকে এডিআর চিহ্নিত করেছে যাঁদের বিরুদ্ধে বিদ্ভেষমূলক বক্তব্যের অভিযোগে মামলা হয়েছে।

প্রকাশিত এডিআর রিপোর্ট অনুযায়ী, তৃতীয় মোদী মন্ত্রিসবার ৭১ মন্ত্রীর মধ্যে মোট ২৮ জন ফৌজদারি মামলার সম্মুখীন। যা শতাংশের বিচারে ৩৯ শতাংশ।

৯ জুন শপথ নেওয়া মোদী ৩.০ মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মো ৭২ জন মন্ত্রী রয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন