দিল্লি পুলিশের হাতে আটক ২৮ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী!

নয়াদিল্লি: রাজধানী দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী (Bangldeshi Infiltrators) অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ (Delhi Police)। বৃহস্পতিবার দিল্লি পুলিশের (Delhi…

নয়াদিল্লি: রাজধানী দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী (Bangldeshi Infiltrators) অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ (Delhi Police)। বৃহস্পতিবার দিল্লি পুলিশের (Delhi Police) এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশের খুলনা থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই ২৮ জন অনুপ্রবেশকারী। বর্তমানে ওই ২৮ জনকে অস্থায়ী ডিটেনশান ক্যাম্পে রেখে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Advertisements

প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রায় ২৩৫ জনকে বাংলাদেশী অনুপ্রবেশকারী অভিযোগে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আটক হওয়া ওই ২৮ জন দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে আবর্জনা কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।

বিজ্ঞাপন

তাঁদের মধ্যে কয়েকজন শ্রমিকের কাজ সহ ছোটখাটো কাজে নিযুক্ত ছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে টাঙ্গাইল জেলার সখিপুরের বাসিন্দা মহম্মদ আব্দুল আজিজ মিলন (৪৬) এবং গাজিপুর জেলার কালিগঞ্জের মহম্মদ রফিকুল ইসলাম (২৯)-কে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের কারও কাছেই ভারতে বসবাসের সঠিক নথি পাওয়া যায়নি বলে দাবী করেছে দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, এর আগে দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে দু-জন ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ (Bangldeshi Infiltrators)-কে আটক করা হয়। তাঁরা গত ২ বছর ধরে কোনও কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে। আধিকারিক সূত্রে খবর, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-এর সাহায্যে আটক হওয়া অনুপ্রবেশকারীদের দেহ থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ সন্দেহে বাঙালিদের ধরপাকড় ও পুশব্যাকের ঘটনা নিয়ে সরব বিরোধীরা

প্রসঙ্গত, এসআইআর-এর আবহে দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘু বাঙালিদের ধরপাকড় ও সঠিক ভাবে যাচাই না করেই বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাম-কংগ্রেস। সম্প্রতি সুপ্রিম কোর্ট বাংলাদেশে পুশব্যাক হওয়া সোনালি বিবি সহ বীরভূমের আরও ৬ জনকে দেশে ফেরানোর নির্দেশ দেওয়ার পর মুখ পুড়েছে কেন্দ্রের।

অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ ৬ জনকে বাংলাদেশী সন্দেহে পুশব্যাকের ঘটনায় তোলপাড় হয়েছিল সমগ্র রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে সুর চড়িয়ে আসছেন। অন্যদিকে, অনুপ্রবেশকারীদের (Bangldeshi Infiltrators) আশ্রয় দিয়ে মমতা ভোটব্যাংক বাড়াতে চাইছেন বলে পাল্টা সরব বিজেপিও। তবে দিল্লি থেকে গ্রেফতার হওয়া ওই ২৮ জন আদপে অনুপ্রবেশকারী কিনা তার উত্তর সময় দেবে।