এবার লাইনচ্যুত মালবাহী ট্রেনের ২৭টি কামরা, থমকাল বহু ট্রেনের চাকা

ফের একবার দেশে বড়সড় রেল দুর্ঘটনা (Train Derailment) ঘটে গেল। রেল লাইন থেকে ছিটকে গেল একের পর এক বগি। বর্তমান সময়ে ট্রেন যাত্রা যেন বেশিরভাগ…

train derailment

ফের একবার দেশে বড়সড় রেল দুর্ঘটনা (Train Derailment) ঘটে গেল। রেল লাইন থেকে ছিটকে গেল একের পর এক বগি। বর্তমান সময়ে ট্রেন যাত্রা যেন বেশিরভাগ মানুষের কাছে বিভীষিকার সমান হয়ে দাঁড়িয়েছে। ট্রেনে উঠলে শেষ অবধি প্রাণ হাতে নিয়ে বাড়ি ফেরা সম্ভব? এই প্রশ্ন বারবার উঠছে সকলের মনে। তবে নতুন করে সকলের মনে ভয় ধরিয়ে বুধবার মথুরায় একটি বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। মালগাড়ির ২৭টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে খবর।

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকরা। লাইনচ্যুত হওয়ার ফলে তিনটি রেল লাইন বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে বহু ট্রেন চলাচল। ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন আগ্রা ডিভিশনের ডিআরএম তেজপ্রকাশ আগরওয়াল। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত ৮টা ১২ মিনিটে আমরা খবর পাই। ট্রেনটির ২৫টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। আমরা এখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি। আপ, ডাউন এবং তৃতীয় লাইনের ট্র্যাফিক প্রভাবিত হয়েছে। চতুর্থ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।”

   

বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মথুরায় ট্রেন দুর্ঘটনাটি ঘটে। মথুরা-দিল্লি রেলপথের বৃন্দাবন রোড রেল স্টেশনের কাছে একটি মালগাড়ি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ২৭টি কোচ লাইনচ্যুত হয়েছে। ওয়াগনগুলি একটির ওপর একটি উঠে গিয়েছে। যার জেরে মথুরা ও দিল্লির মধ্যে রেল যান চলাচল প্রায় বিকল হয়ে পড়েছে।

রেল সূত্রে খবর, আপাতত ১২টি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মথুরা ও দিল্লির মধ্যে চতুর্থ লাইনটি চালু করা হয়েছে, তবে অন্য তিনটি লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ত্রাণ দল ও আধিকারিকরা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে সুরাটগড় তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে যাচ্ছিল মালবাহী ট্রেন নম্বর এসটিপিবি। এই মালগাড়িতে ৫৯টি ওয়াগন ছিল। সন্ধ্যা ৭.৫৪ নাগাদ ট্রেনটি বৃন্দাবন রোড রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৮০০ মিটার এগিয়ে আসার সময় লাইনচ্যুত হয়। ইঞ্জিনের পেছনের প্রায় ২৭টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত কোচগুলো আপ, ডাউন ও থার্ড লাইনেও পড়ে।