কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা! বিরোধীদের ‘বাজেটে জবাব’ নির্মলার, অস্ত্র সেই UPA আমল

এবার কেন্দ্রীয় বাজেটে তুষ্ট করা হয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশের শাসক দলকে। নীতীশ কুমারের জেডিইউ ও টিডিপি-র চন্দ্রবাবু নাইডু এনডিএ শরিক। মূলত এই দুই দলের সমর্থনের…

26 states were not named in 2009 Budget Nirmala Sitharaman counters Opposition

এবার কেন্দ্রীয় বাজেটে তুষ্ট করা হয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশের শাসক দলকে। নীতীশ কুমারের জেডিইউ ও টিডিপি-র চন্দ্রবাবু নাইডু এনডিএ শরিক। মূলত এই দুই দলের সমর্থনের গড়ে উঠেছে এনডিএ। ফলে নির্মলা সীতারমণের বাজেটে এই দুই রাজ্যের জন্য বেশি বরাদ্দ হয়েছে বিভিন্ন খাতে। গত মঙ্গলবার বাজেট ঘোষণার পর থেকেই এই প্রচার চালাচ্ছে বিরোধী দলগুলো। যা একসপ্তাহ পরে সংসদে দাঁড়িয়ে নস্যাৎ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিরোধীদের পাল্টা আক্রমণে নির্মলা বেছে নেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানার বাজেট-কেও।

বিরোধীদের যুক্তিকে ‘অপপ্রচার’ বলে তোপ দাগেন নির্মলা সীতারমণ। এরপরই পরিসংখ্যান তুলে ধরে আক্রমণ করেন মনমোহন সিংয়ের ইউপিএ আমলকে। বলেন, ‘২০০৪-০৫ সালের বাজেট বক্তৃতায় ১৭টি রাজ্যের নাম নেওয়া হয়নি। সেই রাজ্যগুলিতে কি টাকা যায় নি? যদি তারা (ইউপিএ সরকার) টাকা বন্ধ করে দেয়, তাহলে তারা এই প্রসঙ্গটি তুলতে পারে। ২০০৫-০৬ সালে ১৮টি রাজ্যের নাম ছিল না,২০০৭-০৮ সালে ২৬টি রাজ্যের নাম ছিল না। ২০০৯-১০ পূর্ণ বাজেটে ২০টি রাজ্যের নাম ছিল না।’

   

লোকসভায় বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সীতারমণের যুক্তি, শুধুমাত্র একটি রাজ্যের নামকরণ করা হয়নি মানেই বলতে পারা যায় না যে, সেই রাজ্যকে কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থমন্ত্রীর দাবি, বাম-শাসিত কেরলকে ভায়াবেল গ্যাপ ফান্ডিং হিসাবে ৮১৮ কোটি টাকা দেওয়া হয়েছিল।

কয়েকগুণ বাড়ল ভারতীয় সেনার চিন্তা! প্যাংগং হ্রদে চিনা সেতুতে চলছে যান

সীতারমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে গত ২৩ জুলাই টানা সপ্তমবার বাজেট পেশ করেন। সেই বাজেটেই অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন। বিহারে সড়ক সংযোগ প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়।

কেন্দ্রে ক্ষমতায় টিঁকে থাকার জন্যই বিজেপি জেডি(ইউ) এবং টিডিপি-র উপর নির্ভরশীল, তাই এই গদদুই শরিক শাসিত রাজ্যের উন্নয়ে বেশি কেন্দ্রীয় বরাদ্দ জুটেছে বলে অভিযোগ বিরোধীদের।

জম্মু ও কাশ্মীরের জন্য বরাদ্দের বিষয়ে কথা বলতে গিয়ে সীতারমণ জানিয়েছিলেন যে, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় বাজেটে ১৭ হাজার কোটি টাকার একটি “পর্যাপ্ত আর্থিক সহায়তা” প্রদান করা হয়েছিল। এতে জম্মু ও কাশ্মীর পুলিশের অর্থায়নের জন্য ১২ হাজার কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। উপত্যকার উন্নন জারি রাখতেই কেন্দ্রের এই উদ্যোগ বলে দাবি তাঁর। এছাড়া ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তাও করা হয়েছে।