HomeBharatAssam: জাপানি এনকেফেলাইটিসে মৃত্যু ২৩ জনের

Assam: জাপানি এনকেফেলাইটিসে মৃত্যু ২৩ জনের

- Advertisement -

করোনা, ওমিক্রনের পাশাপাশি এবার দাপট দেখাচ্ছে জাপানিজ এনকেফালাইটিস (Japanese Encephalitis)। অসমের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মনে হলেও, জাপানি এনসেফালাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই বছরের এপ্রিল থেকে এখনও অবধি ২৩ জনের প্রাণ কেড়েছে এনকেফেলাইটিস।

মশাবাহিত রোগ জাপানি এনসেফ্যালাইটিস, যা একটি ভাইরাল মস্তিষ্কের সংক্রমণ। এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অসমের জাতীয় স্বাস্থ্য মিশন জানিয়েছে, এপ্রিল থেকে এ পর্যন্ত রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।

   

গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত মরিগাঁও ও নলবাড়ি জেলার দু’জন করে চারজন করে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, যার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

জাতীয় স্বাস্থ্য মিশনের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে জাপানি এনসেফেলাইটিসের অন্তত ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এই নতুন কেসগুলির মধ্যে নগাঁওতে চারটি, নলবাড়ি ও উদালগুড়িতে তিনটি করে, শিবসাগরে দুটি করে এবং বরপেটা, কামরূপ (মেট্রো), কার্বি আংলং ইস্ট এবং হোজাই জেলায় একটি করে নতুন কেস পাওয়া গেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular