আজ তিলোত্তমায় কতটা সস্তা হল সোনা-রুপো?

দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে সোনা-রুপোর দাম (Gold silver price)৷ আজকাল কার দিনে সোনা কেনা মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ প্রতিদিনই একটু একটু করে…

দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে সোনা-রুপোর দাম (Gold silver price)৷ আজকাল কার দিনে সোনা কেনা মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সোনার ও রুপোর দাম৷ সামনেই দুর্গাপুজো৷ এরপর ধনতেরাস৷ তাই সকলেই এই সময়ে একটু হলেও সোনা কিনে থাকেন৷ কিন্তু মধ্যবিত্তের মাথায় চিন্তার ভাঁজ সোনার দাম নিয়ে৷ কারণ যে হারে সোনা ও রুপোর দাম (Gold silver price) বাড়তে শুরু করে দিয়েছে তা নিয়ে সকলেই বেশ চিন্তিত৷

পুজোর পর থেকেই আবার বিয়ের মরশুম শুরু হয়ে যাবে তখন আরও বাড়বে সোনা কেনার চল৷ তবে সকলের জন্য রয়েছে দারুণ এক সুখবর৷ এবার সোনার দাম কিছুটা হলেও মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে এসেছে৷ তা হল কয়েকদিন ধরে দাম অপরিবর্তিত থাকার পর আজ মঙ্গলবার কমল সোনার দাম৷

   

২২ ক্যারেট সোনার দাম
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৬৭৯। ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৫৩ হাজার ৪৩২ টাকা। ১০ গ্রামের দাম ৬৬ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রামের দাম ৬ লক্ষ ৬৭ হাজার ৯০০ টাকা। সোমবারের তুলনায় ১০০ টাকা কম। ৮ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ২৮৮ টাকা। ১০ গ্রামের দাম ৭২,৮৬০ টাকা। ১০০ গ্রামের দাম ৭ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা।

রুপোর দাম

তবে রুপোর দাম আজ অপরিবর্তিত। ১ গ্রাম রুপোর দাম ৮৫ টাকা। ৮ গ্রাম রুপোর দাম ৬৮০ টাকা, ১০ গ্রামের দাম ৮৫০ টাকা। ১০০ গ্রাম রুপোর দাম ৮ হাজার ৫০০ টাকা। ১ হাজার গ্রাম রুপোর দাম ৮৫ হাজার টাকা।