বিহারে বাজ পড়ে ২১ জন কৃষকের মৃত্যু

অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের জনজীবন৷ এর মধ্যে বিহারে বাজ পড়ে মৃত্যু ২১ জনের৷ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। মৃতদের অধিকাংশ কৃষক বলে জানা গেছে।

জানা গিয়েছে, খোলা মাঠে বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশিরভাগ জনের৷ প্রানপণ ছুটে অল্পের জন্য রক্ষা বহুজনের৷ আহত হয়েছেন অনেকেই। ২১ জনের মধ্যে ভাগলপুর থেকে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বৈশালীতে ৪ জন ও খাগড়িয়াতে ৩ জনের মৃত্যু হয়েছে।

   

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে দেওয়া ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে খারাপ আবহাওয়াতে বিহারের সকল মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন তিনি৷

গত মাসেই বিহারে বাজ পড়ে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। সেবারেও ভাগলপুরে মৃত্যুর সংখ্যা ছিল সর্বাধিকম সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বাজ পড়ে মৃত্যুর ঘটনা আতঙ্ক ছড়িয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন