আবারো একবার অনুপ্রবেশের ছক বানচাল করে দিলেন ভারতীয় সেনা (Indian Army) জওয়ানরা। সেনার গুলিতে দুজন অনুপ্রবেশকারী জঙ্গি (Terrorists Killed) ঢের হয়েছে। জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের উরি সেক্টরের গোহালানে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের খবর পান সেনা জওয়ানরা। খবর পেয়েই সময় নষ্ট না করে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে দেন নিরাপত্তারক্ষীরা।
এদিকে সেনার উপস্থিতির টের পেয়ে হামলা শুরু করে দেয় লুকিয়ে থাকা জঙ্গিরা। শুরু হয় সেনা ও অনুপ্রবেশকারীদের মধ্যে রুদ্ধশ্বাস এনকাউন্টার। তবে এ সময় ব্যাপক সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী দুই জঙ্গিকে খতম করেছে বলে সূত্রের খবর। এনকাউন্টার এখনো চলছে বলে খবর।
এর আগে গত ১৯ জুন উত্তর কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ২ জঙ্গিও নিহত হয়। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, হাদিপোরায় নিরাপত্তা বাহিনী দুই জঙ্গিকে খতম করেছে, যাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে জেলার আরাগাম এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
এরপরই দু’দিক থেকে গোলাগুলি শুরু হয়। নিরাপত্তারক্ষীরা বলেছিলেন যে সন্ত্রাসীরা সুরক্ষা কর্মীদের উপর গুলি চালাতে শুরু করার পরে এনকাউন্টার শুরু হয়েছিল। চলতি মাসের ৯ জুন জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিরা।
গত ৯ জুন সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে অ্যামবুশে বসে থাকা সন্ত্রাসীরা বাসের উপর গুলি চালিয়েছিল। এতে চালক গুলিবিদ্ধ হওয়ার পর বাসটি অনিয়ন্ত্রিতভাবে গভীর খাদে পড়ে যায়। বলা হচ্ছে, বাসটিতে হামলাকারী সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় লুকিয়ে ছিল।