রবিবার সকালে বড়সড় দুর্ঘটনার কবলে গ্রেটার নয়ডার (Greater Noida) ব্লু স্যাফায়ার মল (Blue Sapphire Mall)। মলের নির্মীয়মান ভবনের গ্রিল ধসে ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের। ঘটনা ঘটার পরই ঘটনাস্থলে হুড়োহুড়ি পরে যায়। বিসরাখ থানা এলাকায় অবস্থিত ব্লু স্যাফায়ার মল। ঘটনাস্থলের মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে বর্তমানে ঘটনাস্থল থেকে ভিড় সরানো হয়েছে (খবর প্রকাশের সময়)। ২ মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। মলে লাগানো সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখা হচ্ছে যাতে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা যায়।
বিসরাখ থানা এলাকায় অবস্থিত হাসপাতাল থেকে তথ্য অনুযায়ী মৃত যুবক উভয়ই গাজিয়াবাদের বাসিন্দা। একজনের নাম হরেন্দ্র ভাটি এবং অন্যজনের নাম শাকিল। হরেন্দ্র ও শাকিল দুজনেই বিজয়নগর, গাজিয়াবাদ থেকে এখানে এসেছিলেন মল দেখতে। কিন্তু দুর্ঘটনার শিকার হন তাঁরা। পুলিশ নিহত দুজনের পরিবারকে খবর দিয়েছে। ময়নাতদন্ত শেষে দুজনের দেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, শপিং মল থেকে বের হওয়া মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। এক প্রত্যক্ষদর্শী জানান, “এসব হঠাৎ করেই ঘটেছে, কেউ এ বিষয়ে কোনো ধারণাও করতে পারেনি। একটি বিকট শব্দ শোনা যায় এবং জানা যায় যে গ্রিল পড়ে যাওয়ায় দুজনের মৃত্যু হয়েছে।“ তিনি আরও জানান, মলের দোতলায় ছোট ছোট দোকান রয়েছে, যার মধ্যে সেলুন, গিফট ও কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে। ধাক্কায় দুজনেই পড়ে গেলে মেঝেতে রক্ত ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। কাঁচের টুকরোও ছড়িয়ে পড়েছিল সর্বত্র। পাশাপাশি সেখানে গ্রিলের অংশও পড়ে রয়েছে।