Building Collapses: দিল্লিতে নির্মীয়মান বাড়িতে ধস, মৃত ২, আহত ৩

Four Killed, Rescue Efforts On As Building Collapses in Mustafabad, Delhi

দিল্লির (Delhi) সত্য নিকেতন এলাকায় একটি বাড়ি ধসে (Building Collapses) পড়ে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ জন জখম হয়েছেন। হতাহতেরা সবাই ওই বাড়িটি সংস্কারের কাজ করছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে হঠাৎ নির্মানকাজ চলাকালীন বাড়িটি ধসে পড়ায় শ্রমিকরা সকলেই আটকে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

   

দিল্লির দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, দুপুর দেড়টা নাগাদ তাঁরা ১৭৩ নম্বর সত্য নিকেতনে বাড়ি ধসে পড়ার খবর পান। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিনকে পাঠানো হয়। পরে এনডিআরএফ-এর একটি টিমও ঘটনাস্থলে যায়।

ঘটনাকে দুঃখজনক বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় পুরসভা জানিয়েছে, বাড়িটি বেশ পুরনো। তাই সংস্কারের কাজ চলছিল। সে সময় আচমকা বাড়ির একাংশ ধসে পড়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন