ভোটার লিস্ট আপডেট: SIR-এর প্রথম পর্বেই ৩ কোটি নাম বাদ পড়ল যোগী রাজ্যে

লখনউ ও দিল্লি: দেশজুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় সবথেকে বড় রদবদল দেখা গেল উত্তরপ্রদেশে। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে উত্তরপ্রদেশের মোট ভোটারের সংখ্যা প্রায় ১৫ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ১২ কোটি ৫৫ লক্ষে। শতাংশের নিরিখে রাজ্যের প্রায় ১৮.৭ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ।

কেন বাদ পড়ল এত বিপুল সংখ্যক নাম?

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) নবদীপ রিনওয়া জানিয়েছেন, মূলত স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই এই ব্যাপক যাচাইকরণ অভিযান চালানো হয়েছে। নাম বাদ পড়ার কারণগুলি হলো:

   

দেশান্তর বা স্থানান্তর: প্রায় ২ কোটি ১৭ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গিয়েছেন বলে জানা গিয়েছে।

মৃত্যু: ভেরিফিকেশনে ৪৬.২৩ লক্ষ ভোটারের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

একাধিক নাম: প্রায় ২৫.৪৭ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল।

নিখোঁজ: বাকিদের খোঁজ মেলেনি বা তাঁরা যাচাইকরণে অংশ নেননি।

যাচাইকরণ প্রক্রিয়া ও অংশগ্রহণ 2.89 crore voters removed

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, পুরোনো তালিকার ১৫ কোটি ভোটারের মধ্যে প্রায় ১২ কোটি ভোটার নিজেই অথবা পরিবারের মাধ্যমে ফর্ম জমা দিয়ে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থাৎ ৮১ শতাংশ ভোটারের তথ্য নিশ্চিত করা সম্ভব হলেও ১৮ শতাংশের বেশি ভোটার এই প্রক্রিয়ায় অংশ নেননি বা তাঁদের তথ্য পাওয়া যায়নি। বুথ লেভেল অফিসাররা (BLO) প্রতিটি বাড়িতে গিয়ে এই ফিল্ডওয়ার্ক সম্পন্ন করেছেন।

অভিযোগ জানানোর সুযোগ ও সময়সীমা

সোমবার খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন সংশোধনের জন্য জানালা খুলে দিয়েছে। যাদের নাম ভুলবশত বাদ পড়েছে বা যারা নতুন নাম তুলতে চান, তাঁরা ৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি (Claims and Objections) জানাতে পারবেন। আগামী ৬ মার্চ ২০২৬ তারিখে উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

 Bharat: ECI deletes 2.89 crore voters from Uttar Pradesh’s draft roll during SIR 2026. With 18.7% names removed due to death and migration, the electorate drops to 12.55 crore. Submit claims and objections by Feb 6, 2026. Check the final list details.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন