জাতীয় সড়কে লাক্সারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৯ যাত্রীর!

হায়দরাবাদ: জুম্মাবারের ভোরে ৪৪ নং জাতীয় সড়কে একটি লাক্সারি বাসে ভয়াবহ অগ্নিকান্ড (Fire in luxury bus)। ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ যাত্রীর। জানা গিয়েছে ৪০ জন যাত্রী ও ড্রাইভার এবং দু-জন কর্মী নিয়ে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বেসরকারি লাক্সারি বাসটি। কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে শুক্রবার ভোর ৩.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisements

কুর্নুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল বলেন, “এদিন ভোর ৩ টে নাগাদ কাবেরী ট্রাভেলসের একটি বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এটি একটি দুই চাকার গাড়িকে ধাক্কা দেয় এবং গাড়িটি বাসের নিচে আটকে যায়। সম্ভবত এই ভয়ায়বহ দুর্ঘটনার ফলেই আগুন লাগে”।

তিনি আরও জানান, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই প্রাণ বাঁচাতে যাত্রীরা জানলার কাঁচ ভাঙার চেষ্টা করেন। যারা কাঁচ ভাঙতে পেরেছিলেন তাঁরা পালিয়ে যেতে সক্ষম হন”।

যাত্রী তালিকা অনুযায়ী, বাসটিতে চালক এবং বাস কর্মীসহ কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন ঘুমিয়ে ছিলেন। আচমকা আগুন (Fire in luxury bus) লাগায় যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। প্রাণ বাঁচাতে জানলার কাঁচ ভেঙে বাস থেকে লাফ দেয় অনেকে। পালাতে সক্ষম হওয়া ২৩ জন যাত্রীর মধ্যে ১৫ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাস থেকে লাফ দেওয়ায় তাদের বেশিরভাগই আহত হয়েছেন। এখনও পর্যন্ত মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নানদয়ালের তেলেগু দেশম পার্টি (TDP) সাংসদ বিরেডি শবরী বলেন, “মুহূর্তের মধ্যেই বিধ্বংসী আগুন গ্রাস করে বাসটিকে। একজন প্রত্যক্ষদর্শী যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন লাগার কারণে ভয়ংকর বিস্ফোরণ হয়। আমরা ১৯ জন যাত্রীকে বাঁচাতে পেরেছি”।

মৃতদেহ গুলো সম্পূর্ণ ঝলসে গিয়েছে যার ফলে অনেকের দেহ শনাক্ত করতে অসুবিধা হচ্ছে, বলে জানান তেলেগু দেশম পার্টির সাংসদ। অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি বলেছেন, বাসের স্বাস্থ্যবিধি যাচাইয়ের জন্য বিভাগ নথিপত্র ক্রস চেক করছে। “গত দুই মাসে বাসটি কী কী শর্তাবলী মেনে চলছে তা আমরা পরীক্ষা করে দেখব”, বলে উল্লেখ করেন তিনি।

Advertisements

শোকপ্রকাশ করেছেন মোদী, মুর্মূ

ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (Draupadi Murmu)। এক্সে মোদী লেখেন, “কুর্নুল বাস অগ্নিকাণ্ডে (Fire in luxury bus) প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”।

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে বলেও তিনি জানান। রাষ্ট্রপতি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক”। এক্সে দ্রৌপদী মুর্মূ লেখেন, “স্বজনহারাদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”।

ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu) ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। এক্সে তিনি লেখেন, “কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের (Fire in luxury bus) খবরে আমি মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সরকারি কর্তৃপক্ষ আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে।”