পাটনা: নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগেই বিহারে মুসলিম নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন AIMIM-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। “বিহারের প্রত্যেক জাতির নেতা রয়েছে। কিন্তু ১৯% জনগণ মুসলিম হওয়া সত্ত্বেও তাঁদের কোনও নেতা নেই”, বলে নির্বাচন আবহে নতুন উদ্যমে প্রচারে নামলেন হায়দরাবাদের সাংসদ। আসন্ন নির্বাচনে বিহারে AIMIM-এর মাটি শক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
২০২০ বিহারের বিধানসভা নির্বাচনে সীমাঞ্চল অঞ্চলে ৫ টি আসনে জিতেছিল AIMIM। কিন্তু পরবর্তীকালে পাঁচজনের মধ্যে চারজন বিধায়কই আরজেডিতে চলে যান। এর আগে আরজেডির সঙ্গে জোট করার ইচ্ছাপ্রকাশ করলেও লালু প্রসাদের কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় বিহার ভোটে সম্ভবত একাই লড়তে চলেছে AIMIM প্রধান।
নির্বাচনমুখী রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “যাদব, পাসওয়ান, ঠাকুর, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব নেতা আছে, কিন্তু বিহারের ১৯ শতাংশ মুসলিমের কোনও নেতা নেই।” গত মাসে নির্বাচনী প্রচারের জন্য বিহারে গিয়েছিলেন ওয়েইসি। বিহারের মুসলিমদের উদ্দেশ্যে বার্তায় ওয়াইসি (Asaduddin Owaisi) বলেন, দেশে জনসংখ্যা বিবেচনা করে কমপক্ষে ৫০ জন মুসলিম লোকসভা সাংসদ থাকা উচিত। “যদি ৫০ জনেরও বেশি মুসলিম সাংসদ থাকত, তাহলে কি প্রধানমন্ত্রী মোদী ওয়াকফ (সংশোধন) আইন আনতে পারতেন?” বলে প্রশ্ন তোলেন তিনি।
সোমবার বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা
আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। বিকেল ৪ টেয় দিল্লিতে সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। সেইসঙ্গে, কার্যকর হবে নির্বাচনের আচরণবিধি। এর ফলে সরকারের কোনো নতুন ঘোষণা, প্রকল্প উদ্বোধন বা সরকারি অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি হবে।