ভারত সরকারের তৎপরতায় দেশে ফিরলেন ১৯ মৎসজীবী। শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়া ভারতীয় মৎসজীবীরা বুধবার সকালে চেন্নাই বিমানবন্দরে পৌঁছেছেন। কিছুদিন আগে তাঁরা মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ে। তারপরেই তাঁদের বন্দি করে শ্রীলঙ্কার জলরক্ষা বাহিনী। কিন্তু ভারত শ্রীলঙ্কার কূটনৈতিক হস্তক্ষেপে অবশেষে বুধবার সকালে ভারতে ফেরত আসে ১৯ জন মৎসজীবী।
19 Indian fishermen have been repatriated from Sri Lanka and are currently on their way to Chennai. pic.twitter.com/p6lxLnao9x
— India in Sri Lanka (@IndiainSL) April 9, 2024
শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাস মঙ্গলবার সমাজমাধ্যমে লিখেছে, “১৯ জন ভারতীয় মৎসজীবীকে শ্রীলঙ্কা থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা চেন্নাই যাচ্ছে ।” চলতি সপ্তাহের শুরুতে তামিলনাড়ুর মোট ১৯ জন মৎসজীবীকে শ্রীলঙ্কার কলম্বো থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেন্নাই পাঠানো হয়েছিল ৷ বিগত ৬ মার্চ তাঁরা জলসীমা অতিক্রম করে ওই দেশে জলসীমায় ঢুকে গিয়েছিল বলে জানা গিয়েছে।
১৯ জন মৎসজীবীদের মধ্যে মায়িলাদুথুরাইয়ের ৯জন, পুদুকোট্টাইয়ের ৪জন এবং পুদুচেরি রাজ্যের করাইকালের ৬ জন রয়েছেন । তাঁরা সবাই গত ৬ মার্চ দুটি নৌকায় করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন । ন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে মৎস্যজীবীদের পরিবারগুলি শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া জেলেদের মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিল । এর পরিপ্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অবিলম্বে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছিলেন ৷ তাতে তিনি জেলেদের মুক্তি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ।