নয়াদিল্লি: দিল্লির বাতাসে বইছে ভোটের গরম হাওয়া৷ সামনেই বিধানসভা নির্বাচন৷ তার আগে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে রাজনৈতিক দলগুলি৷ এবার বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ ক্ষমতায় এলে হিন্দু মন্দিরের পূজারী এবং শিখ গুরুদ্বারের গ্রন্থীদের মাসে ১৮হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। (18,000 salary for priests if AAP wins)
বিজেপি’কে তোপ 18,000 salary for priests if AAP wins
সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, “পুরোহিত ও গ্রন্থীরা আমাদের ধর্মীয় রীতির রক্ষক, যারা সমাজের সেবা করে চলেছেন। দুর্ভাগ্যবশত, কখনোই তাদের আর্থিক অবস্থার দিকে কেউ নজর দেয়নি।” কেজরি আরও বলেন, “আমি বিজেপি-কে অনুরোধ করব, তারা যেন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে। যদি তারা আমাদের বাধা দেয়, তাহলে তা পাপ হবে৷ কারণ এই পুরোহিতরা ঈশ্বরের সঙ্গে আমাদের সেতুবন্ধন স্থাপন করেন৷”
আপ সুপ্রিমোর কথায়, ‘‘দেশে প্রথম পুরোহিতদের জন্য কিছু ভাবা হচ্ছে। পুরোহিতরা এমন একটা শ্রেণি যাঁরা কোনও আচার-অনুষ্ঠানের ধারা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে দিয়ে যান। অথচ আমরা তাঁদের দিকে ধ্যান দিই না।’
একাধিক জনকল্যাণমূলক প্রকল্প 18,000 salary for priests if AAP wins
এর আগেও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। যেমন ৬০ বছরের উপরে বয়স্কদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মহিলা সম্মান যোজনায় মহিলাদের জন্য মাসে ২,১০০ টাকা সহায়তা৷ মহিলাদের বিনামূল্যে বাস সফর ইত্যাদি৷ এবার পুরোহিতদের জন্য মাসিক বেতনের প্রকল্প ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল।
একইসঙ্গে সংবাদ সম্মেলনে বিজেপি’র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ দিল্লিতে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটারদের নিয়ে সুর চড়ান তিনি৷ তাঁর সাফ কথা, “ড্রামা বন্ধ করুন এবং কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরীকে গ্রেফতার করুন। তাঁর কাছে রোহিঙ্গারা কোথায় পুনর্বাসিত বা বসবাস করছে, সেই সমস্ত তথ্য রয়েছে। বিজেপি সবটা জানার পরেও পদক্ষেপ নিচ্ছে না কেন?”
Bharat: Ahead of Delhi Assembly elections, AAP leader Arvind Kejriwal promises a monthly salary of ₹18,000 for Hindu temple priests and Sikh Gurudwara granthies if elected. Kejriwal urges BJP not to obstruct the registration process for these religious custodians.