বিজেপি রাজ্যে ধরা পড়ল ১৭ জন ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’!

গান্ধীনগর: মোদীর রাজ্য গুজরাটে ১৭ জন ‘মহিলা বাংলাদেশী’ (Bangladeshi Illigal Immigrant) ধরা পড়েছে বলে দাবী। জানা গিয়েছে, বৃহস্পতিবার ধরা পড়া ওই ১৭ জন মহিলার মধ্যে একটি ৭ বছরের শিশুও রয়েছে। সোলা পুলিশ স্টেশন এই অভিযান পরিচালনা করে।

বি ডিভিশন পুলিশের এসিপি এইচএম কংসগ্রা বলেন, “৪ বছর থেকে গত ১০ দিনের মধ্যে গুজরাটে (Gujrat) আসা মোট ১৭ জন বাংলাদেশী অবৈধ অভিবাসীকে (Bangladeshi Illigal Immigrant) সোলা পুলিশ আটক করেছে।

   

আমরা কিছু বাড়িওয়ালাকে তাদের ভাড়াটেদের সম্পর্কে পুলিশকে না জানানোর জন্য পুলিশ বিজ্ঞপ্তি লঙ্ঘনের জন্য মামলা করেছি।” উল্লেখ্য, আটক হওয়া মহিলাদের বয়স ২১ থেকে ৪৯-এর মধ্যে বলে জানা গিয়েছে। সোলা পুলিশের ইন্সপেক্টর কেএন ভুকন বলেন, বাংলাদেশ থেকে আসা কেবল নারীদেরই খুঁজে পেয়েছেন তাঁরা।

কিছু মহিলার পরিবার বাংলাদেশে রয়েছে এবং কিছু মহিলাদের স্বামীরা তাদের ছেড়ে চলে গেছে, বলে দাবী করেছেন পুলিশ ইন্সপেক্টর। পূর্ব সীমান্ত থেকে গুজরাটে(Gujrat) তাদের পাঠানোর সাথে স্থানীয় কোনও এজেন্ট জড়িত কিনা তা তদন্ত করছে সোলা পুলিশ। তবে সীমান্ত অনুপ্রবেশ করানোর সঙ্গে জড়িত এজেন্টদের বেশিরভাগই বাংলাদেশী বলে দাবী করেছে সোলা পুলিশ।

জানা গিয়েছে, আটক হওয়া মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য সর্দারনগরে যুগ্ম জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাঁদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন