এক ধাক্কায় ১৪টি ট্রেন বাতিল করল রেল, চলবে না আগস্ট অবধি

নিত্য রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। এবার এক ধাক্কায় ১৪টি ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল। রেলের এহেন সিদ্ধান্তের কারণে মাথায় রীতিমতো হাত…

which coach and seats are safest in Indian Railways train, রেল সফরে আতঙ্ক? জানুন ট্রেনের কোন কামরা ও আসনে ঝুঁকি কম

নিত্য রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। এবার এক ধাক্কায় ১৪টি ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল। রেলের এহেন সিদ্ধান্তের কারণে মাথায় রীতিমতো হাত পড়ে গিয়েছেন সাধারণ যাত্রীদের। যারা আগাম টিকিট কেটে রেখেছিলেন বা ট্রেনে করে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা এবার কী করবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না।

রবিবার মহীশূর ডিভিশনের ইয়েদাকুমেরি ও কাদাগরওয়ালি স্টেশনের মধ্যে দুটি ভূমিধসের কারণে দক্ষিণ পশ্চিম রেলওয়ে ফোর্টিন ট্রেন বাতিল করার ঘোষণা করেছে। আগামী আগস্ট মাস অবধি এই ট্রেন পরিসেবা ব্যাহত হবে বলে খবর। যে যে রুটগুলির মধ্যে ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল কেএসআর বেঙ্গালুরু থেকে কান্নুর ও কারওয়ার, বিজয়পুর থেকে ম্যাঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু থেকে মুরুদেশ্বর, বায়াপ্পানাহাল্লির সামাভাত এবং যশবন্তপুর থেকে কারওয়ার ও ম্যাঙ্গালুরু জংশন।

   

উল্লেখ্য, রবিবার থেকে শুরু হওয়া এসব ট্রেন বাতিল চলবে ৪ আগস্ট পর্যন্ত। দক্ষিণ পশ্চিম রেলওয়ে জানিয়েছে যে পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে। এছাড়া ৯টি ট্রেনের রুট পরিবর্তন করেছে। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই রুটগুলিতে ট্র্যাক আপগ্রেডেশনের কাজ চলছে। রেল দফতর সূত্রে খবর, ইজ্জতনগর জোনের শাহজাহানপুর-লখনউ এবং রোজা-সীতাপুর রুটে রেল ডবল করার কাজ চলছে।

এ ছাড়া রোজা জংশনে ইয়ার্ড রিমডেলিংয়ের কাজও চলছে। আপনি যদি এই রুটগুলিতে ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন তবে এখানে বাতিল হওয়া ট্রেনগুলির সম্পূর্ণ তালিকা রয়েছে, দেখে নিন এক নজরে।

ট্রেন নম্বর ১৫৯০৯/১০ আভাধ-আসাম এক্সপ্রেস ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বাতিল।

ট্রেন নম্বর ২২৫৫১/৫২ অন্ত্যোদয় এক্সপ্রেস ২৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১৫৯০৪/০৩ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বাতিল।

ট্রেন নম্বর ২২৪৫৩/৫৪ রাজ্য রানী এক্সপ্রেস ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১৪২৩৫/৩৬ বরেলি-বেনারস এক্সপ্রেস ট্রেনটি ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাতিল।

ট্রেন নম্বর ১৫০১১/১২ লখনউ-চণ্ডীগড়-লখনউ এক্সপ্রেস ট্রেনটি ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১৫০৭৩/৭৪ ত্রিবেণী এক্সপ্রেস ট্রেনটি ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১৫০৭৫/৭৬ ত্রিবেণী এক্সপ্রেস ৩১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত।

ট্রেন নম্বর ১৫৬৫৩/৫৪ অমরনাথ এক্সপ্রেস ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত।

ট্রেন নম্বর ১৫১২৭/২৮ কাশী বিশ্বনাথ এক্সপ্রেস ট্রেনটি ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১৪৩০৭/০৮ বরেলি-প্রয়াগরাজ এক্সপ্রেস ট্রেন ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাতিল।

ট্রেন নম্বর ১৩২৫৭/৫৮ জনসাধারণ এক্সপ্রেস ট্রেনটি ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১২২০৩/০৪ গরিব রথ এক্সপ্রেস ট্রেনটি ৩ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন নম্বর ১২৫৮৭/৮৮ অমরনাথ এক্সপ্রেস ৩ ও ৪ আগস্ট থেকে চালু হবে।