মাত্র তিন সেকেন্ডে সব শেষ! হিমাচলে হাড় হিম করা মুহর্ত

ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশে। রবিবার অবিরাম বৃষ্টির জেরে হিমাচলে নেমেছে ধস। এলাকার পর এলাকা প্লাবিত। বন্যা-কবলিত হিমাচলে মৃতের সংখ্যা ১৪।

ক্রমাগত সামনে আসছে হিমাচলের বন্যা এবং ধসের ভিডিয়ো। পরিস্থিতির ভয়াবতার জন্য আগামী ২৪ ঘন্টা বাড়ি থেকে বেরোতে বারন করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। রাজ্যবাসীদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী।

   

ইতিমধ্যেই ৩ টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বিপদে পড়লে এই নম্বরে ফোন করতে পারবেন সকলেই – ১১০০, ১০৭০ এবং ১০৭৭।

হিমচলে সাধারণ জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। হিমাচল প্রদেশের ১৩ টি জেলার মধ্যে ১০টি তে লাল সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান যে অতি ভারী বৃষ্টির মধ্যেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। জনপ্রতিনিধিদের তাদের এলাকায় সাধারণের জন্য ক্যাম্পের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও একই নির্দেশিকা জারে করেছেন। নীচু এলাকায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে বর্ষাকালে অতি ভারী বৃষ্টির জন্যে। যেকোনও পরিস্থিতিতে যাতে প্রশাসন তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়, তার নির্দেশিকা দিয়েছেন তিনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যবাসীর উদ্দেশ্যে টুইট করে জানিয়েছেন, “আমার পাঞ্জাববাসীর কাছে অনুরোধ, প্যানিক করবেন না। সরকার সকলের পাশে আছে এবং সব রকমের সাহায্য করা হবে।“

এর আগে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের, সাংসদদের এবং আধিকারিকদের সজাগ থাকতে বলেছেন এবং যেকোনও বিপদে মানুষের সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং মৌসুমি বায়ুর মধ্যে মিথস্ক্রিয়া উত্তর ভারতে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। এই কারণেই হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে তীব্র বৃষ্টি হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন