আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা (Corona) পরিস্থিতি। বেশ কিছুদিন ধরে করোনা তাঁর শান্ত রূপ পরিধান করলেও, তিন বছর আগে, যে চিন থেকে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল, সেখানে আবার চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। হয়েছে মৃত্যুও। এই পরিস্থিতিতে সতর্ক ভারত।
Advertisements
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৮৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৬৭ জনের।
Advertisements
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। সেই চিঠিতে লেখা হয়েছে, ভাইরাসের চরিত্র বুঝতে জোর দিতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ে। করোনার কোনও নতুন প্রজাতি এসেছে কিনা, তা খুঁজে বার করতে হবে।