এক অ্যাকশনে এক ডজন মাওবাদী খতম। রক্তাক্ত পরিস্থিতি ছত্তিসগড়ে। চলেছে গুলির লড়াই। (12 Naxalites killed in encounter in Chhattisgarh)
বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ১২ জন মাওবাদী নিহত হয়েছে।
চলতি মাসে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত এই রাজ্যে পৃথক এনকাউন্টারে নিহত মাওবাদীদের মোট সংখ্যা হল ২৬ জন। এদিন সকাল ৯টায় বিজাপুর জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয়। মাওবাদী বিরোধী অভিযান চলাকালীন গভীর সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে।
এই অভিযানে ছত্তিসগড়ের তিনটি জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), CoBRA ফোর্সের পাঁচটি ব্যাটালিয়ন (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) এবং সিআরপিএফের ব্যাটালিয়ন জড়িত ছিল। এই এনকাউন্টারে কোনো নিরাপত্তা কর্মী ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে বিজাপুরের বাসাগুদা থানা এলাকার অন্তর্গত পুটকেল গ্রামের কাছে মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে দুই জওয়ান আহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হয় বন্দুকযুদ্ধ।
ছত্তিশগড়ে গত ১২ জানুয়ারি বিজাপুরের মাদদেদ থানা এলাকায় নিরাপত্তা কর্মীদের সাথে এনকাউন্টারে দুই মহিলা সহ পাঁচজন মাওবাদী নিহত হয়।
দেশে অন্যতম মাওবাদী উপদ্রুত রাজ্য ছত্তিসগড়। এ রাজ্যের সঙ্গে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ওড়িশা সংলগ্ন এনাকার গভীর বনাঞ্চলে মাওবাদী ঘাঁটি আছে। এই সব এলাকায় নিয়মিত কোবরা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ চলে।