Monday, December 8, 2025
HomeBharatলাগাতার ৩ দিনে উপত্যকায় ১০ জঙ্গি নিকেশ

লাগাতার ৩ দিনে উপত্যকায় ১০ জঙ্গি নিকেশ

- Advertisement -

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। লাগাতার বেশ কয়েকদিন ধরে সেনা ও পুলিশ কর্মীরা জঙ্গিদের পরিকল্পনা ব্যর্থ করার চেষ্টা করছে। গত তিন দিনে নিরাপত্তা বাহিনী ১০ জন জঙ্গিকে নিকেশ করেছেন নিরাপত্তারক্ষীরা বলে খবর।

সেনা সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৮০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীরের পরিবেশ নষ্ট করতে টার্গেট কিলিং-এর আশ্রয় নিচ্ছে সন্ত্রাসবাদীরা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৬ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। 

   

গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের টিভি অভিনেতা আমরিন ভাটকে হত্যার ঘটনায় দুই জঙ্গিকে গুলি করা হয়। কাশ্মীরের অবন্তীপোরায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এদিকে এক অভিনেত্রীর হত্যার পর থেকে নিরাপত্তা বাহিনী ক্রমাগত জঙ্গিদের সন্ধানে ছিল এবং এর জন্য একটি অনুসন্ধান অভিযান চালানো হচ্ছিল। হত্যার ২৪ ঘণ্টা পর খতম হল দুই লস্কর জঙ্গি। এছাড়া আরেকটি এনকাউন্টারেও দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। 

জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তারক্ষীরা গোপন সূত্রে খবর পায় যে উভয় জঙ্গিই অবন্তীপোরা এলাকায় লুকিয়ে রয়েছে। নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেলে এবং তার পরে এনকাউন্টার শুরু হয়, দীর্ঘ সময় ধরে চলা এই এনকাউন্টারে দুই জঙ্গিই নিহত হয়। এনকাউন্টারে নিহত দুই জঙ্গির পরিচয় জানা গিয়েছে। তাদের নাম আফরিন আফতাব মালিক ও শাকির আহমেদ ওয়াজা। দুজনেই শোপিয়ানের বাসিন্দা ছিলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular