সুকমার জঙ্গলে ভয়াবহ এনকাউন্টার! ১৪ মাওবাদী খতম

রায়পুর: মাওবাদী দমনে ফের বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার বস্তার রেঞ্জের সুকমা এবং বিজাপুর জেলায় দুটি পৃথক সংঘর্ষে অন্তত ১৪ জন মাওবাদী…

10 Maoists killed in Sukma encounter

রায়পুর: মাওবাদী দমনে ফের বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার বস্তার রেঞ্জের সুকমা এবং বিজাপুর জেলায় দুটি পৃথক সংঘর্ষে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছে। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি অন্যতম বৃহত্তম অপারেশন।

Advertisements

সুকমায় বড় সাফল্য

শনিবার ভোরে সুকমা জেলার কিস্তরাম থানার অন্তর্গত পালোদি ও পোতাকপল্লি এলাকায় অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)। পুলিশের কাছে খবর ছিল, সেখানে মাওবাদীদের বড় কোনো সম্মেলন হতে চলেছে। জওয়ানদের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। কয়েক ঘণ্টার তীব্র লড়াইয়ের পর ঘটনাস্থল থেকে ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে মাওবাদীদের কোন্টা এরিয়া কমিটির গুরুত্বপূর্ণ নেতা শচীন মঙ্গতু (Sachin Mangtu) ওরফে ডিভিসিএম (DVCM) রয়েছে বলে জানা গিয়েছে।

   

বিজাপুরে দুই মাওবাদী খতম

অন্যদিকে, বিজাপুর জেলার বাসাগুড়া থানা এলাকার গগনপল্লি গ্রামের কাছে জঙ্গলে ভোরে শুরু হয় দ্বিতীয় এনকাউন্টার। এখানেও ডিআরজি-র জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়। এই সংঘর্ষে হুঙ্গা মাদকাম-সহ মোট ২ জন মাওবাদী খতম হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এসএলআর (SLR) এবং ১২-বোর রাইফেল উদ্ধার হয়েছে।

বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

পুরো অপারেশনটি সুকমার পুলিশ সুপার কিরণ চভন এবং বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সংঘর্ষস্থল থেকে একে-৪৭ (AK-47), ইনসাস (INSAS) রাইফেল-সহ বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাহিনী। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, মাওবাদীদের কোন্টা এরিয়া কমিটি এই অভিযানে কার্যত ধুয়েমুছে গিয়েছে। এলাকাটি এখনও ঘিরে রাখা হয়েছে এবং চিরুনি তল্লাশি জারি আছে।

Bharat: At least 14 Maoists, including top leaders, were killed in two separate encounters in Chhattisgarh’s Sukma and Bijapur districts on Saturday. Security forces recovered AK-47, INSAS, and SLRs from the spot in a major anti-naxal operation.

Advertisements