রাইপুর: ছত্তিসগড়ে নকশাল দমনে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। নকশাল নেতা মনোজ ওরফে মোদেম বালকৃষ্ণ সহ ১০ জন নকশালকে খতম করল ই-৩০, স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা বাহিনীর জওয়ানরা। মোদেম বালকৃষ্ণর মাথার দাম ছিল ১ কোটি টাকা! গোপন সূত্রে খবর পেয়ে গারিয়াবন্দ জেলার মেইনপুরের জঙ্গলে অভিযান চালায় তিন বাহিনীর জওয়ানরা।
বৃহস্পতিবার সকাল থেকেই মেইনপুরের ঘন জঙ্গলে চলছিল নকশাল এবং নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। আধিকারিকরা জানিয়েছেন, “সিসি সদস্য মনোজ সহ ১০ জন নকশালকে খতম করেছে নিরাপত্তা বাহিনী’। আধিকারিকরা জানিয়েছেন অভিযান শেষ হওয়ার পর, যাচাই সম্পন্ন করে বিস্তারিত তথ্য আলাদাভাবে জারি করা হবে। উল্লেখ্য, গারিয়াবন্দ জেলায় নকশাল দমনে এটি বড় সাফল্য।
আগস্ট মাসে ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় আটজন নকশাল আত্মসমর্পণ করে। যাদের মাথার দাম ছিল মোট ৩০ লক্ষ টাকা। ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করতে বদ্ধপরিকর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। ২০২৩ সালে সরকার গঠনের পর থেকে প্রায় ১,৪৭৬ জন নকশাল আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, মোদি সরকার আগামী মার্চের মধ্যে দেশে থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করবে। শুধু তাই নয়, অমিত শাহ আরও বলেন, “আমরা শুধু নকশালবাদ দমন করব না, বরং এই অঞ্চলের মানুষকে উন্নয়নের সঙ্গে যুক্ত করব যাতে তারা সমাজের মূলস্রোতে ফিরে আসতে পারে। আমাদের এই প্রচেষ্টা দেশের সামগ্রিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”