বিজয়াদশমীর (Durga Puja 2025) আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খান্ডোয়া (Khandwa) জেলার পান্ধানা ব্লকের আরডালা গ্রামে দুর্গা প্রতিমা বিসর্জনের (Durga Immersion) সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, যার মধ্যে বেশ কয়েকজন নাবালিকা। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। এক ট্র্যাক্টর-ট্রলিতে করে প্রতিমা নিরঞ্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। অতিরিক্ত ভিড় ও ভারে ট্রলিটি হঠাৎ উল্টে যায় এবং ব্যাকওয়াটারের জলে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিমা বিসর্জনের জন্য রাজগড় গ্রাম পঞ্চায়েতের পদলাফাটা গ্রামের বাসিন্দারা ট্রলিতে করে আরডালা বাঁধের কাছে এসেছিলেন। সন্ধ্যা ছ’টা নাগাদ বাঁধের ব্যাকওয়াটারের পাশে দাঁড় করানো হয় ট্রলিটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রলিতে ৩০ জনেরও বেশি মানুষ ছিলেন। অতিরিক্ত ওজনের চাপে রাস্তার এক অংশ ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে ট্রলিটি জলে উল্টে যায়। মুহূর্তের মধ্যে বহু মানুষ পানিতে পড়ে যান এবং কয়েকজন স্রোতে ভেসে যান।
VIDEO | Madhya Pradesh: At least nine devotees died after a tractor-trolley carrying idols of Goddess Durga for immersion on Vijayadashmi plunged into a lake in Khandwa district.#Khandwa #DurgaPuja2025
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/ipqVplGJus
— Press Trust of India (@PTI_News) October 2, 2025
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা, মহিলা ও শিশুরা চেঁচামেচি শুরু করেন। কয়েকজন তরুণ প্রাণপণে নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু জলস্তর বেশি হওয়ায় তারা সফল হননি। খবর পেয়ে পুলিশ, প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজে নামানো হয় SDRF ও স্থানীয় ডুবুরি দল। একটি JCB সাহায্যে ডুবে যাওয়া ট্রলি তুলে আনা হয়। রাত পর্যন্ত চলে উদ্ধার কাজ।
জেলা শাসক ঋষভ গুপ্তা ও পুলিশ সুপার মনোজ রাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার জেরে গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “খারগোন ও উজ্জয়িনের পাশাপাশি খান্ডোয়ায় দুর্গা বিসর্জনের সময় যে দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।” মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন। ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
खंडवा के ग्राम जामली और उज्जैन के समीप इंगोरिया थाना क्षेत्र में दुर्गा विसर्जन के दौरान हुए हादसे अत्यंत दुखद हैं। शोकाकुल परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं।
मृतकों के निकटतम परिजनों को ₹4-4 लाख की सहायता राशि तथा घायलों को नजदीकी अस्पताल में समुचित उपचार उपलब्ध कराने…
— Dr Mohan Yadav (@DrMohanYadav51) October 2, 2025
10 dead as Tractor-Trolley Falls Into River In Madhya Pradesh Khandwa During Durga Puja 2025 Immersion