বুধবার সাতসকালে সেনা জঙ্গি সংঘর্ষে (Encounter) কেঁপে ওঠে কাশ্মীর ঘাঁটি। আজ বুধবার কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গি দমন অভিযান অব্যাহত ছিল। এরপর এনকাউন্টারে এক জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী।
যদিও এখানেই থেমে না থেকে নিরাপত্তা বাহিনী তার অন্য সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। নিহত জঙ্গির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সে বিদেশি বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত ১১ ও ১২ জুন দোদা জেলার ছতারগালা ও গান্দোহ এলাকায় নিরাপত্তা বাহিনীর পোস্টে দুটি হামলা চালায় জঙ্গিরা। হামলায় ছয় নিরাপত্তারক্ষী আহত হন। সেইসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডোডায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। এই অভিযানের আওতায় জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
আজ সকালেই জানা যায় যে, গান্দোহের বজর সিন্নু এলাকায় একদল জঙ্গিকে দেখা গেছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী সিন্নুতে চলে যায়। এদিকে যেই জঙ্গিরা দেখে সেনা জওয়ানরা তাদের আস্তানার দিকে এগোচ্ছে তখনই গুলির বৃষ্টি শুরু করে দেয়। এরপর পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে জঙ্গিরা।
অন্যদিকে জওয়ানরা নিজেদের রক্ষা করতে গিয়ে পাল্টা গুলি চালায় এবং এর মধ্য দিয়ে সেখানে এনকাউন্টার শুরু হয়। এর অল্প সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনী এক জঙ্গিকে খতম করে।
#WATCH | Encounter begins at Gandoh area of Doda of J&K. More details awaited. pic.twitter.com/EIwZxTyOaS
— ANI (@ANI) June 26, 2024