নয়াদিল্লি: রাজধানীর দুই স্কুলে সোমবার সকালে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাণক্যপুরীর নেভি চিল্ড্রেন স্কুল এবং ধোকারার সিআরপিএফ পাবলিক স্কুলে বোমা রয়েছে বলে ফোন আসে ভোরবেলায়।
হুমকির খবর পেয়েই দিল্লি পুলিশ তৎপর হয়। উভয় স্কুল চত্বরে বোমা নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়াড ও ফরেনসিক ইউনিট মোতায়েন করা হয়। দীর্ঘ তল্লাশির পর দুপুর পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
হুমকির উৎস খতিয়ে দেখা হচ্ছে
পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ দমন শাখা হুমকির উৎস খতিয়ে দেখছে। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী, এমন হুমকি ই-মেল মারফত আগেও একাধিকবার এসেছে। ঘটনার জেরে সাময়িকভাবে স্কুল দু’টি খালি করে দেওয়া হয়। তবে আতঙ্ক এড়াতে স্কুল প্রশাসনের তরফে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যেই দেশের অন্তত চারটি স্কুলে বোমা হুমকির ঘটনা সামনে এসেছে। গুজরাটের ভদোদরার দুটি স্কুল-সাইগনাস ওয়ার্ল্ড স্কুল ও ডি আর আমিন মেমোরিয়াল স্কুলেও সম্প্রতি RDX বসানো হয়েছে বলে ই-মেল মারফত হুমকি আসে। সেসবও পরে মিথ্যা প্রমাণিত হয়।
ক্লিফ হাউস’-এও বোমা হামলার হুমকি delhi school bomb threat
এছাড়া, রবিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়নের সরকারি বাসভবন ‘ক্লিফ হাউস’-এও বোমা হামলার হুমকি আসে একটি ই-মেইলে। তদন্তে জানা যায়, সেটিও ছিল ভুয়ো। একই ধরনের হুমকি আসে পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরেও।
সব ঘটনাতেই তদন্তকারী সংস্থাগুলি হুমকির উৎস শনাক্তে কাজ চালাচ্ছে। কেন্দ্র ও রাজ্য পর্যায়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।