যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য, জানুন রাশিফল!

শুক্রবার হল মা সন্তোষীর দিন। এছাড়া বৈদিক পঞ্জিকা মতে আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ভাদ্র মাসের শুক্লা দশমী। রবি যোগের সঙ্গে শোভন যোগ রয়েছে তুঙ্গে। জানুন…

horoscope-today-your-zodiac-forecast-for-june-16-2024-sunday

শুক্রবার হল মা সন্তোষীর দিন। এছাড়া বৈদিক পঞ্জিকা মতে আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ভাদ্র মাসের শুক্লা দশমী। রবি যোগের সঙ্গে শোভন যোগ রয়েছে তুঙ্গে। জানুন কোন রাশির দিন কাটবে কেমন।

মিথুন রাশি: আজকের দিনটি আপনার জন্য দারুন হতে চলেছে। দেশের বাইরে ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন। মন খুশিতে ভরে থাকবে। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনার সকল আশা পূর্ণ হবার সুযোগ রয়েছে।

   

কন্যা রাশি: আজ এই রাশির জাতকরা সকল মানসিক ও শারীরিক কষ্ট থেকে মুক্তি পাবেন। ব্যবসার জন্য খুব শুভ আজকের দিনটি। সম্পত্তি সংক্রান্ত কোনও বড় চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি: আপনার জীবনে খুশির বন্যা বয়ে যাবে। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন আপনি। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আর সেটাই হবে আপনার জীবনের খুশি থাকার মূল চাবিকাঠি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আপনি।

ধনু রাশি: রবি যোগের শুভ প্রভাব আপনার জীবনে আছড়ে পড়বে। আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। কেরিয়ারেও বড় কোনও সাফল্য পাবার সুযোগ রয়েছে আপনার।

Advertisements

শুক্রবার থেকে শুরু গনেশ চতুর্থী, জানেন কেন চার দিন ধরে পালন করা হয় এই উৎসব?

মীন রাশি: পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাবে আজ আপনার দিনটি খুবই শুভ হতে চলেছে। আর্থিক ভাবেও কাল বিশেষ উন্নতি করবে এই রাশির জাতকরা। আপনার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে।

মেষ রাশি: প্রেমের বিষয়ে নজর রাখুন। ব্যবসাতেও দিন বিশেষ নজর। সারাদিন ভালো কাটবে আপনার।

সিংহ রাশি: আপনার দিনটি মিশ্র কাটবে। কঠিন সময়ের মোকাবিলা করে সব বাধা পেরিয়ে যাবেন। হাতে পর্যাপ্ত টাকা থাকবে। মনও ভালো থাকবে আপনাদের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News