আজই অন্ত্যেষ্টি, জুবিন গার্গের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ কেন দিল অসম সরকার?

জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর, অসম সরকারে নির্দেশে আজ দ্বিতীয় পোস্টমর্টেম করা হল তাঁর। শুক্রবার সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় জুবিনের মৃত্যুর পর,…

Zubeen Garg Post-mortem

জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর, অসম সরকারে নির্দেশে আজ দ্বিতীয় পোস্টমর্টেম করা হল তাঁর। শুক্রবার সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় জুবিনের মৃত্যুর পর, সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে গায়কের স্ত্রী গরিমা সাইকীয়া গার্গের সম্মতিতে এবং AIIMS গুয়াহাটি-র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৭:৩০ টায় দ্বিতীয় পোস্টমর্টেম অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, “আমি ব্যক্তিগতভাবে চাইতাম না যে জুবিনের দেহের উপর পুনরায় পোস্টমর্টেম হোক। তবে সংখ্যালঘু হলেও কেউ দাবি করলে, ব্যক্তিগত ইচ্ছা বা মতামত গণতন্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।” তিনি আরও বলেন, “সিঙ্গাপুরের ডাক্তাররা যথেষ্ট দক্ষ, তাই নতুন করে পোস্টমর্টেম প্রয়োজনীয় ছিল না। তবে কোনো পক্ষ যদি জুবিনকে নিয়ে রাজনৈতিক ইস্যু সৃষ্টি করার চেষ্টা করে, তা রোধ করতে হবে।”

   

জুবিন গার্গের শেষ যাত্রা ও অন্ত্যেষ্টিক্রিয়া

জুবিনের শেষ যাত্রা মঙ্গলবার সকাল ৭:৩০ টায় শুরু হবে অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে, যেখানে তাঁর দেহ রাখা হয়েছে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কামরূপ (মেট্রো) জেলার সরকারি অফিসও বন্ধ থাকবে।

Advertisements

জুবিনের স্ত্রী গরিমা সাইকীয়া গার্গ অ্যাম্বুলেন্সে থাকবেন এবং সঙ্গে থাকবেন অসম সরকারের প্রতিনিধি। পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। অসম পুলিশ কফিন বহন করবেন এবং গান-সালুট দিয়ে জনপ্রিয় গায়ককে শ্রদ্ধা জানানো হবে। এরপর পুরোহিতরা শাস্ত্রানুযায়ী শেষকৃত্য সম্পন্ন করবেন।

নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা Zubeen Garg Post-mortem

  • প্রসেশনের রুট: স্পোর্টস কমপ্লেক্স থেকে কামারকুচি ন্যাশনাল হাইওয়ে এবং সমাধিস্থল।
  • হাইওয়ে বন্ধ থাকবে জোরাবাত পর্যন্ত ৪–৫ ঘণ্টা, যাতে প্রসেশন নির্বিঘ্নে চলতে পারে।
  • ড্রাই ডে ঘোষণা: সোমবার ও মঙ্গলবার রাজ্যে, মেঘালয়েও প্রসেশনের রুটের সব অ্যালকোহল শপ বন্ধ থাকবে।
  • অনুষ্ঠানে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

মুখ্যমন্ত্রী শর্মা আরও উল্লেখ করেছেন, “আমরা চাই না জুবিনকে নিয়ে কোনো বিতর্ক বা রাজনৈতিক ইস্যু তৈরি হোক। তাই সর্বোচ্চ স্বচ্ছতা ও মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করা হবে।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News