জুবিনের রহস্য মৃত্যু: কোটি টাকার আর্থিক লেনদেন, গ্রেফতার দুই নিরাপত্তা রক্ষী

zubeen garg death mystery

গুয়াহাটি: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু তদন্তে নয়া মোড়৷ সিঙ্গাপুরে গায়কের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার তাঁর ব্যক্তিগত দুই নিরাপত্তা কর্মী (PSO) নন্দেশ্বর বোরা এবং পরেশ/প্রবীণ বৈশ্যকে গ্রেফতার করল অসন পুলিশেক স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। দু’জনেই গত সাত বছর ধরে গায়কের দেহরক্ষী হিসাবে কাজ করছিলেন। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল সাত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরা ও বৈশ্যর ব্যাংক হিসাব থেকে গত কয়েক বছরে এক কোটি টাকারও বেশি লেনদেন ধরা পড়েছে। উল্লেখযোগ্যভাবে, তাঁরা কিন্তু জুবিনের সিঙ্গাপুর সফরে ছিলেন না৷ সেই সময় তাঁর অসমেই ছিলেন৷ বিশেষ তদন্তকারী দল (SIT) এই লেনদেনগুলির উৎস ও ব্যাখ্যা যাচাই করে দেখছে।

   

PSO-দের কাছে যাবতীয় ব্যাঙ্ক লেনদেনের রেকর্ড

এর আগে প্রয়াত গায়ক জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ সাংবাদিকদের জানিয়েছেন, জুবিন তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের জন্য কিছু অর্থ রেখেছিলেন। তিনি বলেন, “জুবিন সামাজিক কাজে যারা যুক্ত থাকেন, তাদের জন্য কিছু অর্থ রেখেছেন। PSO-দের কাছে সমস্ত ব্যাঙ্ক লেনদেনের রেকর্ড এবং দৈনন্দিন খাতা ছিল, যেখানে তারা বিভিন্ন আর্থিক বিষয় সংরক্ষণ করতেন।”

গরিমা স্পষ্ট করেছেন যে, তিনি স্বামীর আর্থিক লেনদেন সম্পর্কে সচেতন ছিলেন না। তিনি বলেন, “এই প্রশ্নটি আমাকে করা উচিত নয়। বিষয়টি রাজনৈতিক আঙ্গিকে না নিয়ে আমরা শুধু জানতে চাই, সেই দিন জুবিনের সঙ্গে কী ঘটেছিল।”

লেনদেনের উৎস zubeen garg death mystery

SIT-এর তদন্তে দেখা গিয়েছে, নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যর ব্যাঙ্ক হিসাবের মধ্যে প্রায় ১.১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা তাদের স্বাভাবিক আয়ের সঙ্গে মিলছে না। CID বিশেষ DGP মুননা প্রসাদ গুপ্ত জানিয়েছেন, “আমরা তাঁদের ব্যাঙ্ক হিসাবের মধ্যে গুরুত্বপূর্ণ আর্থিক অনিয়ম পেয়েছি। এক PSO-র হিসাব থেকে ৭০ লাখ টাকা, অন্যের থেকে ৪৫ লাখ টাকা শনাক্ত করা হয়েছে।” এই কারণে উভয়কে পুলিশি দায়িত্ব থেকে স্থগিত করা হয়েছে।

জুবিন গার্গের মৃত্যু ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যময় পরিস্থিতিতে ঘটে। তিনি তখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে গিয়েছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের অংশ হিসাবে। তদন্তকারীরা এখনও যাচাই করছেন, সেই দিন তাঁর মৃত্যুর পিছনে কোনও আর্থিক বা নিরাপত্তা সম্পর্কিত অনিয়মের সম্ভাবনা রয়েছে কি না।

এ ঘটনায় সামাজিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপক জল্পনা চলছে। অনেকে প্রশ্ন তুলছেন, কিভাবে দীর্ঘ সময়ের নিরাপত্তা রক্ষীরা এই পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছিলেন এবং এর সঙ্গে জুবিনের মৃত্যুর কোনও সম্পর্ক আছে কি না। SIT ও CID-র তদন্ত চলছে এবং তারা প্রত্যেকটি লেনদেনের উৎস ও ব্যাখ্যা খুঁজছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন