‘কাকুদা’ স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন জাহির (Zaheer Iqbal) ও সোনাক্ষী (Sonakshi Sinha)। নির্মাতারা তাদের আসন্ন চলচ্চিত্রের জন্য একটি স্পেশাল স্ক্রিনিংয়ের (Special Screening) আয়োজন করেছিলেন। সেখানেই হাজির ছিলেন ছবির কলাকুশলী সহ বহু তারকারা। সিনেমাটি ১২ জুলাই (12th July) জী৫ (Zee5) প্লাটফর্মে মুক্তি পাবে।
বুধবার (Wednesday) ১০ জুলাই (10th July) অনুষ্ঠিত হয় ‘কাকুদা’র স্পেশাল স্ক্রীনিং। নবদম্পতি সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Zaheer Iqbal) সেখানে নববিবাহিত দম্পতি হিসেবে প্রথমবার গণমাধ্যমের সামনে এসে উপস্থিত হন জাহির ও সোনাক্ষী। জাহির প্রবেশ করেই সোনাক্ষিকে ডাক দেন এবং গিয়ে সোনাক্ষিকে জড়িয়ে ধরেন। ‘কাকুড়া’র স্পেশাল স্ক্রিনিংয়ে কালো পোশাকে হাজির হন সোনাক্ষী। এসে তিনি যখন চিত্রগ্রাহকদের জন্য পোজ দিচ্ছিলেন, সেই মুহূর্তেই এসে উপস্থিত হন জাহির। এসে সোনাক্ষিকে জড়িয়ে ধরেন জাহির। এরপর একসঙ্গে পোজ দেন দুজনে।
জাহির, সোনাক্ষী ছাড়াও স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)। একটি কালো পোশাক পরে চিত্রসাংবাদিকদের ধরা দেন তিনি। শর্বরী ছাড়াও এসেছিলেন তাঁর ‘মুনজ্যা’ ছবির সহ-অভিনেতা অভয় (Abhay)। স্ক্রিনিংয়ে ক্যাজুয়াল পোশাকে হাজির হয়েছিলেন তিনি। এছাড়াও স্ক্রিনিংয়ে এসেছিলেন মান্নারা চোপড়া (Mannara Chopra)। এদিন মান্নারা পরেছিলেন কমলা কোট সহ একটি কালো পোশাক।
ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্ম এ দুটি কাজ করে ফেলেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। তার পরের কাজটি হল হরর-কমেডি ঘরানার। এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন চলচ্চিত্র নির্মাতা আদিত্য সরপোতদার (Aditya Sarpotedar) এবং প্রযোজনা করছে আরএসভিপি ফিল্মস (RSVP Films)। সোনাক্ষীর পাশাপাশি, ছবিটিতে থাকছেন রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) এবং সাকিব সেলিম (Sakib Selim)।
কবে বিয়ে সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলির? জেনে নিন তারিখ
চলচ্চিত্রের গল্প উত্তরপ্রদেশের মথুরা জেলার রাতোদি গ্রামকে কেন্দ্র করে। সেখানে ‘কাকুদা’ (Kakuda) নামক একটি অদ্ভুত প্রথার প্রচলন আছে। সেই প্রথা মেনে রাতোদির প্রতিটি বাড়িতে দুটি একই রকমের দরজা রয়েছে – একটি সাধারণ আকারের এবং একটি ছোট। প্রতি মঙ্গলবার সন্ধে ৭:১৫ নাগাদ বাড়ির ছোট দরজাটি খুলতে হয়, নইলে কাকুড়া নামক আত্মাটির ক্রোধ বাড়ির লোকের উপর পড়ে । কিন্তু প্রশ্ন ওঠে- ‘কাকুড়া’ কে? কেন সে গ্রামের পুরুষদের শাস্তি দেয়? গ্রামবাসীরা কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে? এই ছবির ট্যাগলাইন দেওয়া হয়েছে, “এবার বিপদে পুরুষরা।”১২ জুলাই জী৫ প্লাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।