HomeEntertainmentএক মুহূর্তে ইউভানের এই ভিডিও ভাইরাল

এক মুহূর্তে ইউভানের এই ভিডিও ভাইরাল

- Advertisement -

কলকাতা: প্রায়ই ছেলের নানান মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী। তেমনই সম্প্রতি একটি ভিডিও আপলোড করছেন তিনি। যা চোখের নিমেশে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা কি অআছে এই ভিডিওতে। তেমন কিছুই নয়! কিন্তু হলফ করে বলতে পারে এটি দেখলে এক মুহূর্তে ভালো হয়ে যাবে আপনার মন।

ভিডিওটি দেখা যাচ্ছে, না খাওয়ার জন্য পোষ্যকে কড়া শাসন করছে একরত্তি। তার বকুনি শুনে পোষ্য আর অবজ্ঞা করার সাহস পায়নি। চুপচাপ নিজের খাবার খেয়ে নিতে শুরু করে। কিন্তু ‘রাগী’ ইউভান তাও শান্ত হয় না। প্রচুর বকা দেওয়ার পর শুভশ্রীর আবেদন ‘খাচ্ছে তো। ও তো নিজের খাবার খাচ্ছে।’ তারপর ছেলে শান্ত হয়।

   

এদিকে পুঁচকের কীর্তি দেখে হেসে কুটোপাটি বাড়ির লোকজন। ছোট্ট এমন কড়া শাসনের ভিডিও দেখে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী ফলক রশিদ রায়। লিখেছেন ‘ভীষণ মিষ্টি ইউভান।’ ভালবাসা জানিয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্তও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular