অঞ্জলি থেকে হাতেখড়ি ভাইরাল ইউভানের সরস্বতী পুজোর ভিডিও

youvaan

কলকাতা: সকাল সকাল স্নান করে, ধুতি-পাঞ্জাবি পরে পৌঁচ্ছে গিয়েছে বাবার অফিসে। সেখানে বাগদেবীর আরাধন্যায় ব্যস্ত ছোট্ট ইউভার। সাজি থেকে ফুল নেওয়া। মা’য়ের পায়ে ফুল দেওয়া, তারপর হাতেখড়ি। গোটা দিনটা খুব ব্যস্ত ছিল সে। সম্প্রতি ‘রাজপুত্র’র সরস্বতী পুজোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছে রাজ ও শুভশ্রী। ভিডিওটি দেখার পর ছোট্ট ইউভানকে আর্শিবাদ দিচ্ছেন সকলে।

Advertisements

সকাল সকাল ধুতি-পাঞ্জাবি পরে মায়ের কোলে বসে পড়াশোনার পথে প্রথম ধাপ রেখে ফেলেছেন ইউভান । মাত্র দেড় বছর বয়সে হাতেখড়ি হল ‘রাজপুত্র’এর। স্লেটজুড়ে আঁকাবাঁকা অক্ষরে অ-আ ক-খ বাংলা বর্ণমালা লিখে ফেলল ইউভান।

Advertisements

সরস্বতী পুজোর দিন রাজের প্রযোজনা সংস্থার সমস্ত কর্মী হাজির অফিসে। হাতে হাত মিলিয়ে প্রত্যেকে আয়োজন করেছে পুজোর। সেখানেই মায়ের কোলে চেপে হইহই করতে করতে হাজির খুদে। সবার সঙ্গে হুল্লোড়ে মেতেছে। তার পরে মনোযোগ দিয়ে পা রেখেছে পড়াশোনার প্রথম ধাপে। মায়ের হাত ধরে লিখে ভারী খুশি সে।খুশি বাবা রাজও।