YouTube: ‘এক ফোঁটা লজ্জা নেই’! একসাথে দুই স্ত্রী অন্তঃসত্ত্বা! দেখুন এই ইউটিউবারের আজব কান্ড কারখানা

armaan malik

বর্তমানে ইউটিউব (YouTube) আর ইউটিউবারদের রমরমা প্রচুর।তাদের রকেট গতিতে উত্থান। তাদের অনেকের বিলাসী জীবন দেখলে থতমত খাওয়াই স্বাভাবিক। কিন্তু ইউটিউবার অরমান মালিকের ব্যক্তিগত জীবন কিন্তু যথেষ্ট চমকপ্রদ।

লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে, অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন আরমানকে। কিন্তু আরমানের জীবনযাপন দেখে ভিরমি খাচ্ছেন তাঁরাও। কারণ দুই স্ত্রীকে নিয়ে দিব্যি সংসার করছেন এই ইউটিউবার। 

   

একসঙ্গে শুধু ঘরকন্নাই নয়, আরমানের দুই স্ত্রী একই সঙ্গে সন্তানসম্ভবাও। তাতে রেষারেষি, হিংসা তো দূরের কথা, বরং রং, নকশা মিলিয়ে জামা পরে হাসি মুখে ছবিও তুলছেন তাঁরা।

আরমানের দুই স্ত্রী, পায়েল মালিক এবং কৃতিকা মালিকা। পায়েলের সঙ্গে আগেই এক পুত্রসন্তান রয়েছে আরমানের। বর্তমানে আবারও বাবা হচ্ছেন তিনি। এ বার একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন পায়েল এবং কৃতিকা। অর্থাৎ আরমানের দুই স্ত্রী। এদিকে রাখঢাকের পরিবর্তে সংসারে নতুন সদস্যের আগমনে যারপরনাই খুশি পায়েল, কৃতিকা এবং আরমান। সোশ্যাল মিডিয়ায় একের পর এক খুশির মুহুর্তের ছবি পোস্ট করে চলেছেন তারা। 

armaan malik

কিন্তু তাঁদের এই ঘটনায় মোটেই খুশি নয় নেটদুনিয়া। সস্তার প্রচার বলে কটাক্ষ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার তিন জনের বিচক্ষণতা নিয়ে প্রশ্নও তুলেছেন।তারা পরস্পরের সঙ্গে টাকার জন্যই তাঁরা সম্পর্ক জুড়ে রেখেছেন, এমন দাবিও করেছেন কেউ কেউ।

২০১১ সালে পায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরমান। তাঁদের পুত্র সন্তান চিরায়ু। সুখেই সংসার চলছিল দু’জনের। কিন্তু হঠাৎ ২০১৮ সালে প্রথম স্ত্রীর প্রিয় বান্ধবী কৃতিকারই প্রেমে পড়েন আরমান। পায়েলের সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই কৃতিকাকে বিয়ে করেন তিনি। তার পর থেকে একছাদের নিচেই ঘরকন্না করছেন দুই সতীন। এখন আবার একসাথে মা’ও হতে চলেছেন আরমানের এই দুই স্ত্রী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন