ডাকনাম নিয়ে আমরা কমবেশি সবাই বিপাকে পড়ি। সবার সামনে মা বা বাড়ির লোক এমন নামে ডেকে ফেলল আপনাকে যে আপনি লজ্জায় লাল! শুধু আপনার নয়, টলিউডের (Tollywood) নায়িকাদেরও এরকম মজার মজার ডাক নাম আছে। চলুন আজ না হয় সেগুলোই জেনে নেওয়া যাক।
মিমি চক্রবর্তী: মিমি চক্রবর্তী একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন মা তাঁকে ডাকে ‘মোনা সোনা’ বলে। আসলে ‘মোটু সোনা’-র বদলে এই ডাক আরি কী! মিমির বাবা ডাকেন বকপাখি, কারণ মাঝে মাঝেই নাকি তিনি এক পায়ে দাঁড়িয়ে থাকতেন ছোটোবেলায়।
স্বস্তিকা মুখোপাধ্যায়: স্বস্তিকার ডাকনাম ভেবলি! অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শুধু বাড়িতে নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণ ঘোষের কল্যাণে কাজের জায়গাতেও আজকাল সবাই তাঁর এই নামটা জেনে গিয়েছে। এই নামটি তার বাবা দিয়েছিলেন।
শুভশ্রী গাঙ্গুলী: গ্ল্যামারাস শুভশ্রীকে বাড়িতে সবাই পুটাই বলে ডাকে, আসলে এটাই নায়িকার ডাকনাম।
রাইমা সেন: নেটপাড়ার সেনসেশন রাইমা সেনের ডাক নাম কী জানেন? অফিসিয়ালি তার বাড়ির নাম ডোলু। অভিনেত্রীর মা অর্থাৎ মুনমুন সেন আদর করে এই নামটি দিয়েছেন মেয়েকে।
সায়ন্তিকা বন্দোপাধ্যায়: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বাবা আমাকে দধিমণি বলে ডাকে, কারণ ছোটবেলা আমি দুধ খাওয়ার পর তা তুলে দিতাম। আমি এখন বাবাকে বলি সবার সামনে যেন আমাকে ওই নামে না ডাকে। আর বাবা ঠিক আমার পিছনে লাগার জন্য তাই করবে। এখন তো বন্ধুরাও আমার সঙ্গে ঠাট্টা করে, আমাকে রাগানোর জন্য দধিমণি বলে ডাকে।’
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: শ্রাবন্তীর ডাক নাম গিন্টু। তাঁকে ছোটোবেলায় নাকি পুতুলের মতো দেখতে ছিল। আর সেই কারণে নায়িকার বাবা দিয়েছিলেন এই আদরের নাম।
ঋতুপর্ণা সেনগুপ্ত: ঋতুপর্ণার ডাকনাম চুমকি। ঋতুপর্ণা সেনগুপ্তকে এই নামেই নাকি ডাকতেন তাঁর বাবা।
পায়েল সরকার: অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম পিউ। অভিনেত্রী নিজেও এই নামটি বেশ পছন্দ করেন।