Nusrat-Yash: যশ-নুসরতের মাঝে মুখোরচক ‘চিনেবাদাম’ এনা সাহা

nusrat-yash-ena

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘কাঁচাবাদাম’। এদিকে সিনেপর্দায় রোম্যান্সের ঝড় তুলতে আসছে ‘চিনাবাদাম’। সৌজন্যে পরিচালক শিলাদিত্য মৌলিক, যশ ও এনা। নতুন ছবি, নতুন জুটি নিয়ে গরমের ছুটিতে পর্দাজুড়ে আসছে ‘চিনেবাদাম’। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে শ্যুটিং। জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

‘চিনে বাদাম’ ছবিতে এনার সঙ্গে জুটি বেঁধেছেন যশ। ছবির পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা। এনা বলছেন, ‘আমার চরিত্রের নাম তৃষা। যে খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।’

   

এনা যশের বন্ধুত্ব অনেকদিনের। অভিনেত্রীর প্রযোজিত প্রথম ছবিতে ছিলেন যশ-নুসরত। টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, এই ছবির শ্যুটিংয়ের সময় গাঢ হয়েছিল যশ-নুসরতের সম্পর্ক।

‘চিনেবাদাম’ পুরোদস্তুর একটি রোম্যান্টিক কমেডি সিনেমা। মুভিটিতে ফ্রেন্ডশিপ অ্যাপের নাম ‘চিনেবাদাম’। এই ‘চিনেবাদাম’-এর সূত্র ধরেই একটি ছেলে ও মেয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, যা পরে ভালবাসায় পরিণত হয়। হাসি-মজা আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এছবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন