জন্মদিনে নুসরতকে সোশ্যাল মিডিয়ায় আদুরে শুভেচ্ছাবার্তা যশের

আজ ৮ই জানুয়ারি, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরতের (Nusrat Jahan) ৩৫ তম জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রীকে আদরে মোড়া শুভেচ্ছা জানালেন প্রেমিক যশ (Yash)। আগামীতে এক…

"Yash Sends Sweet Birthday Wishes to Nusrat on Social Media"

short-samachar

আজ ৮ই জানুয়ারি, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরতের (Nusrat Jahan) ৩৫ তম জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রীকে আদরে মোড়া শুভেচ্ছা জানালেন প্রেমিক যশ (Yash)। আগামীতে এক সঙ্গে পথ চলার অঙ্গিকার করেন অভিনেতা। যশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিকেলের পড়ন্ত রোদের আলোয় একটি ভিডিও শেয়ার করে লেখেন ‘আমাদের আরও হাসি, অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার জন্য! পরমেশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন যা তুমি চাও, কারণ তুমি সেটাই ডিজার্ভ করো। এক বলিষ্ঠ নারী ও সুন্দর হোমমেকারের ভারসাম্য বজায় রাখতে পারো তুমি। এজীবনে তোমায় পেয়ে আমি ধন্য। একসঙ্গে অবিস্মরণীয় স্মৃতির আরেকটা বছরের জন্য চিয়ার্স! জন্মদিনটা খুব ভালো কাটুক।’

   

‘শত্রু’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন নুসরত (Nusrat Jahan)। অভিনেত্রীর কেরিয়ারের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও চর্চায় ছিলেন । তবে শুধু বিনোদন নয় রাজনৈতিক নেত্রী হিসেবে নাম লিখিয়েছিলেন নুসরত। ২০১৯ সালে বসিরহাট লোকসভা থেকে একবারের সাংসদ হয়েছিলেন। এই বছরই ব্যাবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন অভিনেত্রী।

তবে এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। নিখিলের সঙ্গে বিচ্ছেদের পরেই অভিনেতা যশ এর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অ্যানালমেন্টের মাধ্যমে বিচ্ছেদের পরেই নুসরতের মা হওয়ার খবর শোনা যায়। এরপরেই সমাজমাধ্যমে নানা প্রশ্ন উঠতে শুরু করে নুসরতের সন্তানের বাবা যশ না নিখিল ? তবে নুসরত বাবা হিসেবে যশের নাম নথিভুক্ত করেন।

শোনা যায় এরই মাঝে ২০২০ সালে যশকে বিয়ে করেছিলেন নুসরত। তাদের সম্পর্ক নিয়েও বহুবার নেটিজেনরা করেছেন নানা মন্তব্য। তবে এসব কনো কিছুকেই খুব একটা পাত্তা দেন নি তারকা যুগল। কোনো বিষয়কেই আমল না দিয়ে জন্মদিনের এই পোস্ট করেন অভিনেতা। তাদের পুত্রকে নিয়ে সুখেই থাকতে গেছে তাদের। সুযোগ পেলেই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন এই তারকা যুগল।

উল্লেখ্য, শীঘ্রই আসতে চলেছে তাদের নতুন ছবি ‘আড়ি’। ছবিতে যশ, নুসরত ছাড়াও দেখতে পাব অভিনেত্রী মৌসুমি চট্টপাধ্যায়কে। অভিনেত্রীর সঙ্গে এটি প্রথম ছবি নুসরতের। । মৌসুমি চট্টপাধ্যায় এই ছবি সম্পর্কে জানান ডিরেক্টরের অনুরোধ ও গল্পটির টানেই তার কলকাতা আসা। এই ছবি মুক্তির কথা কিছু না জানা গেলেও আপাতত নুসরত জন্মদিনে ছুটির মেজাজে রয়েছেন।