প্রকাশ হল যশ ও নুসরতের ‘মেন্টাল’ ছবির লুক

আজ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’ (Mentaal)-এর লুক প্রকাশ হল। সোশ্যাল মিডিয়ায় লুক শেয়ার করলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।…

আজ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’ (Mentaal)-এর লুক প্রকাশ হল। সোশ্যাল মিডিয়ায় লুক শেয়ার করলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। ছবিতে অভিনয় করবেন সায়ন্তনী গুপ্ত। বাবা যাদবের পরিচালনায় আসছে কপ ইউনিভার্সের ছবি ‘মেন্টাল’। মুক্তি পেয়েছে যশের নতুন লুক।

যশের লুক শেয়ার করেন নুসরত। ক্যাপশনে লেখেন, ‘স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল’। জানা গিয়েছে এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। এই ছবিতে কপ ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

   

Advertisements

নুসরত যশের আগের ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তার আগেই নতুন সফর শুরু যশ ও নুসরতের। দীর্ঘদিন পরে এই ছবির হাত ধরে বাংলায় ফিরছেন সায়ন্তনী গুপ্ত। যশের বিপরীতে দেখা যাবে তাঁকে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News