
কান চলচ্চিত্র উৎসব থেকে এক মহিলাকে সরিয়ে দেওয়া হয়। কারণ,তিনি ইউক্রেনের পতাকার রঙের পোশাক পরেছিলেন। শুধু তাই নয়, তিনি লাল কার্পেটে দাঁড়িয়ে নিজের উপর নকল রঙ ঢেলে দেন। মনে করা হচ্ছে তিনি যুদ্ধবিরোধী প্রতিবাদ করছিলেন।
রবিবার সন্ধ্যাবেলায় ফরাসি পরিচালক জাস্ট ফিলিপটের ‘এসাইড’ ছবির প্রদর্শনীর আগেই এই ঘটনা ঘটে। সেই সিনেমা চলার আগে কেন এমন প্রতিবাদ তা এখনও স্পষ্ট নয়। প্রতিবাদী মহিলার পরণে ছিল হলুদ-নীল রঙের জামা, সঙ্গে নীল রঙের হিল জুতো।
কান উৎসবে প্রতিবাদী মহিলাকে হঠাৎ দেখা যায় দুটো লাল তরলে ভরা দুটো শিশি নিজের মাথার উপর ঢেলে দেন এবং সামনে ক্যামেরার সামনে হাসতে থাকেন। সেই লাল তরল বা নকল রক্ত গড়িয়ে লাল গালিচায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
কান চলচ্চিত্র উৎসব শুরুর আগে ডিরেক্টর থিয়েরী ফ্রিমৌ বলেন যে তারা ইউক্রেনের পাশে আছেন।










