সুজয় ঘোষের পরবর্তী ছবিতে শাহিদ? আসল তথ্য জানুন

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পরিচালক সুজয় ঘোষ (Sujoy Ghosh) ‘কিং’(king) ছবির পরিচালনা করবেন। ছবির মূল আকষর্ণ শাহরুখ খান (Shah Rukh Khan) ও তার মেয়ে…

**Will Shahid Kapoor Star in Sujoy Ghosh's Next? It's Just a Rumor!**

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পরিচালক সুজয় ঘোষ (Sujoy Ghosh) ‘কিং’(king) ছবির পরিচালনা করবেন। ছবির মূল আকষর্ণ শাহরুখ খান (Shah Rukh Khan) ও তার মেয়ে সুহানা খানকে (Suhana Khan) প্রথমবার ছিবতে একসঙ্গে দেখা যাবে। তবে সম্প্রতি জানা গেছে ছবির পরিচালনার দায়িত্ব পেয়েছেন সিদ্ধার্থ আনন্দ। হঠাৎ করে এই পরিবর্তন নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন (Rumor) চলছিল। এরই মাঝে শোনা যাচ্ছে সুজয় ঘোষ নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন।

এরই মাঝে আরও একটি খবর ভাইরাল হয়েছে। সুজয় ঘোষ (Sujoy Ghosh) তার নতুন প্রজেক্টে শাহিদ কাপুরকে (Shahid Kapoor) প্রধান চরিত্রে বেছে নিয়েছেন। তবে খবরটি ভাইরাল হওয়া খবরটি পুরোপুরি মিথ্যা। সম্প্রতি শাহিদ কাপুর-এর টিম এই খবর সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শাহিদ কাপুর (Shahid Kapoor) কোনো থ্রিলার প্রকল্পে কাজ করছেন না । এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shahid Kapoor (@shahidkapoor)

প্রসঙ্গত, শাহিদ কাপুরের (Shahid Kapoor) ভক্তদের জন্য একটি সুখবরও রয়েছে। শাহিদ কাপুর শীঘ্রই বহু প্রতীক্ষিত ছবি ‘দেবা’-এর মাধ্যমে বড় পর্দায় ফিরছেন। রোশান অ্যান্ড্রুজ পরিচালিত এই সিনেমায় শাহিদ (Shahid Kapoor) এক নতুন রূপে দর্শকদের সামনে আসবেন। যা নিয়ে ভক্তরা ইতিমধ্যেই বেশ উত্তেজিত। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘দেবা’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর, পূজা হেগড়ে, এবং পাভেল গুলাটি।

অন্যদিকে, ‘কিং’(king) ছবির পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ । ছবিটি প্রযোজনা করবে রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স। শাহরুখ খান, সুহানা খান এবং অভিষেক বচ্চন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন। শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান প্রথমবার একসঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন। যা দর্শকদের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।