আবারও বড়পর্দায় চিরাগ-কঙ্গনা?

২০১১ সালে বড়পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিলো কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং চিরাগ পাসোয়ানকে (Chirag Paswan)। ‘মিলে না মিলে হম’ (Miley Naa Miley Hum) ছবিতে অভিনয় করেছিলেন তারা। কিন্তু তারপর আর দেখা মেলেনি এই জুটির। বর্তমানে তাঁরা দুজনেই লোকসভার সাংসদ। কঙ্গনা বর্তমানে বিজেপি (BJP) দলের সঙ্গে যুক্ত এবং চিরাগ লোকসভা জনশক্তি পার্টির (LJP) সাংসদ। বড়পর্দার পর আবারও তাদের লোকসভায় একইসঙ্গে দেখা গিয়েছিলো তাদের।

Advertisements

তবে সম্প্রতি এক সাক্ষাৎকার মারফত জানা গেছে, চিরাগ পাসোয়ান আর ফিরছেন না অভিনয়ের জগতে। তিনি রাজনীতির দুনিয়াতেই থাকতে চান। তিনি আরও জানিয়েছেন যে তার সাতপুরুষের কেউই এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি চেষ্টা করলেও তাঁর বুঝতে সময় লাগেনি যে দর্শকরা তাঁকে অভিনেতা হিসেবে নয় নেতা হিসেবে চায়।

তিনি আরও বলেছেন, “আমার অভিনীত সিনেমাটি খুবই জঘন্য ছিল। আমার মতো খারাপ অভিনেতার সঙ্গে কঙ্গনা বোধহয় আর কাজ করবেন না। অভিনয় আমার জন্য নয়।”

Advertisements

অন্যদিকে কঙ্গনা রানাউত নেত্রী ও অভিনেত্রী দুই ভূমিকাতেই সাবলীল এবং সফল। সম্প্রতি ‘ইমার্জেন্সি’ (Emergency) নামক একটি চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমার পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। চিত্রনাট্যতেও ভূমিকা রয়েছে তাঁর।