HomeEntertainmentShah Rukh Khan: লোকসমাজে কেন মুখ লুকিয়ে শাহরুখ! ছাতার পেছনের রহস্য কী!

Shah Rukh Khan: লোকসমাজে কেন মুখ লুকিয়ে শাহরুখ! ছাতার পেছনের রহস্য কী!

- Advertisement -

বড় পর্দায় বেশ কয়েক বছর তাঁর দেখা না মিললেও খবরের শিরোনামে নিত্য নিজের জায়গা পাকা করে নিয়েছেন শাহরুখ খান। শাহরুখ খান (Shah Rukh Khan) বলে কথা, তাই এই প্রসঙ্গে কোনও দ্বিমত থাকার কারণ থাকে না। বিষয়টা একটু খুলে বলতে হয়, পরপর ছবি ফ্লপ, তাই শাহরুখ খান বেশ কিছুটা বিরতি নিতে চেয়েছিলেন’ বড় পর্দা থেকে। তবে যখন পরবর্তী ছবির কাজে তিনি হাত দিলেন, তখনই করোনার কোপে বন্ধ হলো গোটা বিশ্ব। ফলে ভক্তদের অপেক্ষা আরও বেশ কিছুটা প্রসারিত হয়ে গেল।

গত দুবছর ধরেই পাঠান ছবি নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল সর্বত্র। তবে পারিবারিক সমস্যা জেরে সেই ছবির শুটিংও পড়েছিল কোপ। ছেলের জন্য রাতদিন থানা পুলিশ করতে হয়েছিল কিং খানকে। তবে সে সব এখন অতীত। তাহলে লোকসমাজে শাহরুখের মুখ ঢাকার কারণ কী! সম্প্রতি এক ভিডিওতে দেখা গেল শাহরুখ খান মুখের সামনে কালো ছাতা ধরে মুম্বইয়ে বিমানবন্দরে নামলেন। এই রাখঢাকের পেছনে রহস্য কি! সদ্য, তিনি তাঁর আগামী ছবি ডুনকি খবর শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

   

রাজকুমার হিরানি সঙ্গে জোট বাঁধছেন তিনি। যার ফলে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন। বর্তমানে সেই ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। আর ঠিক সেই কারনেই নিজের লুক কারও সঙ্গে শেয়ার করে নিতে চান না তিনি। চান না ফাঁস হয়ে যাক ডুনকিতে ঠিক কেমন দেখতে লাগছে তাঁকে। ভক্তদের মধ্যে এই কৌতুহল বজায় রাখতেই শাহরুখ খান প্রকাশ্যে নিজের মুখ ঢেকে নিলেন। তবে নেট দুনিয়ার ভক্তদের কৌতুহল অসীম। তাই আগামীতে কবে হঠাৎ এসেই লুক ফাঁস হয়ে যাবে বল আদায়। তবে শাহরুখ খান নিজের দিক থেকে চেষ্টার কোনও কমতি রাখছেন না, এইটুকু স্পষ্ট করে দিলো এদিনের এই ভিডিও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular