Kiara Advani: রাতে সাত তাড়াতাড়ি বিছানায় কেন যান কিয়ারা? জানলে চমকে উঠবেন

kiara advani bed

গোটা বছরটা জুড়েই চর্চার শিখরে ছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। তার একের পর এক ছবি মুক্তি পেয়েছে সারা বছর ধরে। কিছুদিন আগেই মুক্তি পেল ‘গোবিন্দ নাম মেরা’। সেই ছবির প্রচারে জনপ্রিয় রিয়েলিটি শো “দ্য কপিল শর্মা শো”-তে আসেন তিনি। সঙ্গে ছিলেন সহ-অভিনেতা ভিকি কৌশল। যদিও আরও এক সহ অভিনেত্রী ভূমি পেড়নেকরের দেখা মেলেনি সেখানে।

‘কবীর সিংহ’ ছবির সময় থেকে ছবির প্রচারে কপিলের শো-তে আসছেন তিনি। সেখানেই কিয়ারার রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার অভ্যাস নিয়ে বেজায় রসিকতা করলেন কপিল শর্মা। কিয়ারার কাছে জানতে চাইলেন, তার কিসের এত তাড়া রাতে ঘুমোতে যাওয়ার!

   

আসলে নিয়মে বাঁধা কিয়ারার জীবন। সেটার অনর্থ একেবারেই পছন্দ নয় অভিনেত্রীর। রাতের কোনও ফিল্মি পার্টি এই কারণে এড়িয়ে যান তিনি। ১০টা বাজলেই বিছানায় চলে যান তিনি। ভাল ত্বকের জন্য ঘুমটা খুব দরকারি। কিয়ারার এ কথা শুনেই কপিল তাঁকে পাল্টা প্রশ্ন করে বসেন, ‘‘সকালে উঠে কি আপনাকে অক্ষয় কুমারকে ঘুম থেকে তুলতে যেতে হয়?’’ কপিলের এমন কথা শুনে হেসে অস্থির সবাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গোবিন্দ নাম মেরা’। এখানে ভিকি কৌশলকে দেখা গিয়েছে গোবিন্দর চরিত্রে। অন্য দিকে, কিয়ারাকে দেখা যাচ্ছে ভিকির প্রেমিকার চরিত্রে, আর অন্যদিকে ভিকির স্ত্রীর চরিত্রে রয়েছেন ভূমি। জানা যাচ্ছে, আর লুকোচাপা না করে ২০২৩ সালের শুরুতেই অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কিয়ারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন